সিকিম স্বপ্নে বিভোর সুজিতারা জিইয়ে রেখেছে খুনী স্বৈরাচারকে - হাসিনার পতন হয়েছে নির্বাচনে - মাশুল দিতে হবে ভারতকেই
লিখেছেন লিখেছেন রক্তলাল ৩০ জানুয়ারি, ২০১৪, ০৯:৪১:১৬ রাত
৯৫% মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছে নির্বাচনে। এটাই তাদের ভোট - আর এই ভোট এর ৯৫% সরকারের বিরুদ্ধে।
সেই হিসাবে হাসিনা সরকার জোর করে বসে আছে। আর তাতে ফু দিচ্ছে ভারতের অদুরদর্শী বাংলাদেশ ও মুসলিম বিরোধী অংশ।
মুসলিম বিরোধী কেন বললাম? কারণ, হাসিনাকে এভাবে ক্ষমতায় রাখার আর কোনো কারণ থাকতে পারেনা।
হাসিনাকে ক্ষমতায় রেখে ভারতের এক ফোটাও লাভ হবেনা, বরং ক্ষতিই হবে। India is gambling on a very risky game.
তারা সিকিম আর নেপালের সমীকরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করে দীর্ঘমেয়াদী ভুলটি করেই ফেলেছে। এই ভুলের মাশুল তাদের অনেকদিন ধরে দিতে হবে।
এমনিতেই বাংলাদেশের মানুষ ভারতের নেতিবাচক কর্মকান্ডের জন্য ভারতকে ভাল চোখে দেখেনা। তার উপর এই বাড়তি শয়তানির কারণে অনেক দিনের ঘৃণা বাংলাদেশীরা ধরে রাখবে। এতে ভারতের কিছুই পাওয়ার নেই।
সিকিম ছিল অসহায় একটি দেশ, সেখানে সামরিক অভিযান চালানো এবং করায়ত্তে নিয়ে আসা সহজ। নেপাল ও ছোট দেশ - মাত্র হাতে গোনা এজেন্ট দিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ রাখা সম্ভব।
কিন্তু বাংলাদেশ একটি বিশাল জনবহুল দেশ। পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ।
এদেশের মানুষরা গনতন্ত্রের সাথে সম্পৃক্ত বহুদিন ধরে। বাংলাদেশিরা বৃটিশদের বিরুদ্ধ আন্দোলন, যুদ্ধ করার অভিজ্ঞতা সেই পলাশী থেকে।
ভারত উপমহাদেশের বৃটিশবিরোধী মুলধারা আন্দোলনের অন্যতম শক্তি ছিল বাংলাদেশীরা। পাকিস্থানের বিরুদ্ধে ভাষা ও স্বাধীনতা আন্দোলন ও যুদ্ধ করার অভিজ্ঞতা আছে আমাদের।
কারো অধীনতা দুরের কথা, কোনো স্বৈরাচারকে আমরা সহ্য করিনি। তা সে আইয়ুব, ইয়াহইয়া, মুজিব, এরশাদ, যে ই হোকনা কেনো।
ভারত পারবেনা বাংলাদেশের মানুষকে আওয়ামী খাচায় বন্দি করে রাখতে। খাচা ভেংগে যখন বের হবে জনগণ তখন ভারত খাচা ও হারাবে, পাখিও খোয়া যাবে। সহজ আংককে জটিল করতে গিয়ে ভারত নিজেই মাশুল দিবে।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হাঁ, বাংলাদেশের তুলনায়- বিত্ত, বৈভব, উন্নতি, প্রবৃদ্ধি, শক্তি, সাহস.......... সবদিক থেকেই নেপাল, ভুটান, সিকিম ১০০ মাইল এগিয়ে আছে। পক্ষান্তরে বাংলাদেশের জামাতী মুমিনদের ভাংগা চোয়ালে সুন্নতি ছাগলা দাড়ি ছাড়া আল্লা আর কিছু দিতে পারেন্নি।
বাই দ্যা ওয়ে, ১৯০৫ সালে পূর্ব বঙ্গের নমশূদ্র মুসলমানরাই ইংরেজদের দালালি করেছে @ ছাগুলাল
মন্তব্য করতে লগইন করুন