সুজাতা সিংদের অংকে ভূল -
লিখেছেন লিখেছেন রক্তলাল ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৪:১৩:০৯ রাত
[ চাণক্য নীতি ]
বাংলাদেশের স্বাধীনতা আসতই - আমরা আমাদের প্রয়োজনে পাকিস্তানী শোষণ থেকে বের হয়ে আসতাম-ই।
কিন্তু অতি চালাক ভারতের হিসাব ছিল শত্রু পাকিস্থানকে বিচ্ছিন্ন করা।
তাতে লাভ কি হল? মুসলিম অধ্যুষিত পৃথিবীর অষ্টম জনবহুল রাষ্ট্র উপহার পেল।
সুজাতা, প্রণবরা যখন দেখল তাদের হিসাবে গুড়ে বালি, তখন উঠে পড়ে লেগেছে রক্তের বন্যা বইয়ে হলেও তাদের দাস সরকার বসাবে।
সারা বিশ্ব না চাইলেও ভারত একাই রক্তগংগার নির্বাচনে উসকানি দিচ্ছে।
সুজাতার যুক্তি - নেপালেও এরকম হয়েছে।
তিনি আগ্রাসনের নেশায় এতই মত্ত যে কিছু বিষয় বুঝতে পারছেন না।
বাংলাদেশ আর নেপাল অনেক তফাৎ -
বাংলাদেশ বিশাল জনবহুল মুসলিম দেশ।
বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান কৌশলগত দিক থেকে চীন, যুক্তরাষ্ট্রের কাছে অনেক গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাস সুদীর্ঘ।
আমরা স্বাধীনতা এনেছি যুদ্ধ করে।
আমরা অনেক স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুথান করেছি।
আন্দোলন সংগ্রামে আমরা অভ্যস্ত -
সুজাতা আর প্রণবরা টা আরেকটু সময় নিয়ে এসব বিষয়গুলো মাথায় নিয়ে নতুন করে হিসাব করার অনুরোধ রইল।
বিষয়: বিবিধ
১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন