ভারতবিরোধী সেন্টিমেন্ট আর বলির পাঠা বাংলাদেশ

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৩৫:০২ বিকাল





এই দুই ছবি একই সূত্রে গাঁথা!

যখনই ভারত বিরোধী কোনো কিছু সব জনগণের আবেগে নাড়া দেয় তখনই দৃষ্টি অন্যদিকে সরানোর কিছু ঘটে।

যেকোনো অপরাধে দেখতে হয়, এই অপরাধের ফলে কে লাভবান হচ্ছে। আরিফ নুরকে হত্যা করে জামাত-শিবিরের একটা ফোটা লাভ নাই। তাহলে লাভটা কার হচ্ছে? উত্তর - ভারতের।

ফেলানীর ঘটনা ইতিমধেই দেশের মানুষের ভারতবিরোধী সেন্টিমেন্টের বেশ বড় উপাত্ত। লোক দেখানো এক বিচারের রায়ে যখন ভারতকে এই দায় থেকে মুক্ত করা হল, তখন কাউন্টার সেন্টিমেন্টের জন্যই আরিফ নুরের ঘটনা করা হয়েছে। সাথে লেলিয়ে দেয়া হয়েছে শাহবাগী ভারতীয় দালালদের।

ঘটছে এসব ওপার থেকেই!

আরো কিছু উদাহরণ:

০ - জামাত যখন রাজশাহীতে ফারাক্কা বিরোধী মহাসমাবেশ করে এর পরেই নেমে আসে নির্যাতন, বিচার নাটক।

০ - মাহমুদুর রহমান প্রথম রাজশাহীতে পদ্মার পাড়ে সমাবেশের পরেই তাকে গ্রেফতার করা হয়।

০ - ইলিয়াস আলী সিলেটে টিপাইমুখির বিরুদ্ধে শক্ত আন্দোলনের পরেই তাকে সরিয়ে দেয়া হয় - খেয়াল করুন "মাইক্রোবাসে"।

দেশ নিয়ন্ত্রণ হচ্ছে ওপারের কলকাঠিতে!

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File