অাওয়ামীলীগ কি এখন একটি বিলবোর্ড সর্বস্ব দল?
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৭ আগস্ট, ২০১৩, ১০:১৮:২৩ সকাল
হাসিনাকে শুধু প্রশ্ন করতে চাই -
টিভিতে আপনার উন্নয়নের পেনপেনানি জনগন খাচ্ছে না?
চাপাতিলীগের সোনার চাপাতি ভাইয়েরা কি আখের গোছানোর সুযোগ নাই দেখে কেটে পড়েছে? ওদেরকে দিয়েও হচ্ছেনা?
বিচারবিভাগ, প্রশাসন সব দিয়ে কোনো ফল পাওয়া যাচ্ছেনা?
নির্বাচনে জনতা চপেটাঘাত করেছে?
এমেরিকা থেকে চাপা সর্বস্ব আইটি এক্সপার্ট (কাস্টমার সার্ভিস এজেন্ট) দিয়ে ডুগডুগি বাজিয়ে কাজ হয়নি?
প্রণবের ধুতি চেটে ফায়দা মেলেনি?
হেফাযতকে একবার বাগে আনার চেষ্টা আবার গণহত্যা চালিয়ে শেষ রক্ষা হয়নি?
জামাতকে গোপনে লোভ দেখিয়ে লাভ হয়নি?
বিএনপিকে শেষ করার চক্রান্ত সফল হয়নি?
সবকিছু করে এখন আংগুল চুষছেন? আর তাই অাওয়ামীলীগ এখন শুধুই একটি সাইনবোর্ড, বিলবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে?
এসব ধানাই পানাইয়ে পতন ঠেকানো যাবেনা!
আরেকটা কথা, জামাত এখন সবচেয়ে শক্তিশালী দল। নাহলে অাওয়ামীলীগের মত চাপাতি নির্ভর দল ক্ষমতায় আর জামাত একের পর এক হরতাল করে যাচ্ছে। নিশ্চয়ই জামাতের জন শক্তি এবং ভিত্তি রয়েছে বলেই করতে পারছে।
বিলবোর্ড সর্বস্ব অাওয়ামী আর ইতিহাসের এক কালো অধ্যায়ের সমাপ্তির দুয়ার!
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন