হাসিনার ভরাডুবি - হইল কেমনে?
লিখেছেন লিখেছেন রক্তলাল ১০ জুলাই, ২০১৩, ০৩:৫২:০৩ রাত
[ এই পোস্টে সাধু এবং চলিতের ব্যাপক এবং অবাধ মেলামেশা রহিয়াছে ]
আশ্চর্য হইবার মত একখান কাহিনী। জাতির ফিতার কইন্যা কেমন করিয়া হারিলেন?
চট্টগ্রাম, কুমিল্লা, নারায়নগন্জ এইরূপ একে একে করিয়া সর্বশেষ চার সিটি ও গাজীপুরে ধপ্পাস।
কি তাজ্জবের ব্যাপার। ইহা হইল কেমনে? আকাশ হইতে কোনো ফেরশতা আসিয়া পর্যন্ত খবর দিলনা। এমন আচমকা কান্ড ঘটিবে, আহা, কে জানিত!
বাংলাদেশের তাবৎ বিশেষজ্ঞ নানা হিসাব কষিয়া বুঝিতে পারিতেছেন না।
পত্রিকা গুলাতে হিড়িক পড়িয়া গিয়াছে - কি হইল, কেমনে হইল, কেমনে ঘটিল - নানা আকিবুকি ছক করিয়া বিশ্লেষণ চলিতেছে।
হাসিনার আর তার জানোয়ারদের পতন কিভাবে হইল তাহা বাহির করা কি এতই জটিল ব্যাপার?
দুই বছরের বাচ্চাও হয়ত বুঝবে - গাছের ডালের আগায় বসিয়া গোড়া কাটিলে নিশ্চিত ধপাস!
আমি বরং এই হিসাব মিলাইতে পারিনা - হাসিনার মত উদ্ভ্রান্ত, পাগল মহিলা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করার অথরিটি রাখে।
হাসিনার কাছ থেকে যেমন ইসলাম শেখার প্রয়োজন নাই, তেমনি হাসিনার কাছ থেকে আমি শুনতে চাইনা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে কিনা। এই মুহুর্তে তিনি সিদ্ধান্ত নেবার কেউ না
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন