এখন যে তত্ত্বাবধায়ক দিতেই হবে
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৬ জুলাই, ২০১৩, ১০:০৯:১৯ রাত
[ এদের ত্যাগ বৃথা যাবেনা ]
সব সিটি নির্বাচনের আগে বলেছিলাম আওয়ামীলীগ পাঁচটা আন্ডা পাবে।
সব সময় বলে আসছি হাসিনার পতন হবে এবং তত্ত্বাবধায়কের অধীনে সংসদ নির্বাচন হবে। হবেও তাই।
অংকটা খুব সোজা। হাসিনা যতই চেচামেচি করুন না কেন তার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে তাই তার অধীনেই সংসদ নির্বাচন হবে।
কিন্তু খালেদা ও ১৮ দল যদি হাসিনার অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তাহলে হাসিনা একা নির্বাচন করতে পারবেন না। বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক দিতেই হবে।
আর সবচেয়ে বড় ঘটনা হলো এরশাদ কাকু শেষ মুহুর্তে আজমত উল্লাহকে সমর্থন দেয়াতে জাতীয় পার্টি পোষা বিরোধী হবার লেজিটিমেসি ও হারালো।
সবাই নিশ্চিত থাকুন আর আওয়াজ তুলুন তত্ত্বাবধায়কের।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন