আম ও ছালা দুটোই খাব

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৯ মে, ২০১৩, ০৩:৩৫:২২ দুপুর



ওরা নাকি সুশীল সুবোধ, আমার কেনো হবে দোষ,

আমিও হব সুশীল বোদ্ধা যদিও নই সুশীল বোস।

মুসলমানের পুত আমি যদিবা নেই ঠাকুর রূপ,

পাড়াপড়শীর মন্দ কথা, থাকবেনা ওরা মোটেও চুপ

কি করি তাই ধর্মীয় লেবাস, এরকম হব স্কলার,

বদনাম যাবে গায়ে থেকে পন্ডিতবাবু ঠাকুর হওয়ার।

ভোজ রসনার মেহফিলে দিচ্ছি বেজায় জ্ঞান সবক,

তৃপ্তির ঢেকুর, পন্ডিত বেশ; এটাই সই, প্রচার হোক।

নিজে আমি অথর্ব বেশ, অন্যের দোষ ধরি ভালই,

কাজের কাজ ছেড়ে মুখে নিজ প্রচারের ফুটছে খই।

অত্যাচারীর গুলিতে মরুক দিন মজুর আর কুলি সব,

জালিম দেখায় রক্তচক্ষু, গা বাচাতে তাই নীরব।

ধরাছোঁয়ার বাইরে থেকে থাকব আমি মহাসুখে,

তাসবিহ জপে বেহেশ্ত যাব জান্নাতের দ্বার কে রুখে।

পন্ডিত হব বেহেশ্ত যাব কত্ত সহজ হিসাব মোর,

সুখানুভুতি কতই মধুর, দুর্ভাগার যে এমনই ঘোর।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File