ভারতের আগ্রাসনঃ এবার নারায়নগঞ্জে কালো থাবা - বাংলাদেশকে না জানিয়ে টার্মিনাল নির্মাণের ভারতীয় টেন্ডার

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৪ মে, ২০১৩, ০১:০০:৪০ দুপুর



[ফেলানীর লাশ নয় কাটাতারে ঝুলে আছে আমাদের জাতির মর্যাদা আর সার্বভৌমত্ব]



[বাংলাদেশের ওপর প্রণবের আগ্রাসী নখর - আর একবার হাত দিলে যার হাত ভেংগে দিতে হবে - ২০০৮ সালের পুনরাবৃত্তি যেন ঘটতে দেয়া না হয়]

সংগ্রাম পত্রিকায় মূল প্রতিবেদনে প্রকাশিত হয়েছে - "টার্মিনাল পোর্ট নারায়ণগঞ্জে নির্মাণের টেন্ডার দিয়েছে ভারত সরকার দিল্লীতে! "

চোখ পড়তেই সত্যতা যাচাইয়ে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইটেই দেখা গেল তাদের সরকারী টেন্ডার নোটিস - PDF ফরমেটে এই লিংকে "NIT for Techno-Commercial Feasibility study for setting-up an Inland Container port at Narayanganj, Bangladesh"

তাদের সাইটের এড্রেস Indian Ministry of Foreign Affairs

যে ভারত বাংলাদেশের ভুখন্ডকে এফোড় ওফোড় করে ট্রানজিট নিতে মরিয়া তাদের থেকে এ কান্ড দেখে আমি অবাক হইনি।

আমদের দেশের সরকার এ' ব্যাপারে নিরব, তাতেও অবাক হইনি।

শুধু দলিলটি সংগ্রহে রাখার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।

এসব অপতৎপরতা রুখে দাড়াতে যে আমাদের হবেই।

বাংলাদেশের ভারতীয় মিরজাফরেরা একটুও দ্বিধা করছেনা করবেওনা সব ভারতমাতাকে উজাড় করে দিতে।

সবাইকে প্রস্তুত হতে হবে যেন আগামী নির্বাচন ছিনতাই না হয়। আবার যেন প্রণব তার ধুতিচাটা পুতুলদের ক্ষমতায় না বসাতে পারে।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File