শুনছ কি তুমি বিপ্লবের ধ্বনি?

লিখেছেন লিখেছেন রক্তলাল ২১ মে, ২০১৩, ০৫:১৩:০০ বিকাল



[দেলওয়ার ভাইয়ের জন্য উৎসর্গীকৃত]

চিনি না তোমাকে আমি দুরে কিংবা কাছে,

তুমি নারী, তুমি নর।

তুমি আমার পড়শী। কিংবা দুরে তোমার ঘর।

হৃদয় মাঝে তোমার আমার একই সুরের ঝংকার

আকাশ বাতাস যখন ভীষণ নীরব - সবদিকে হিম শীতল এক নিরবতা।

তোমার আমার ফিসফিসে তাই কত্ত আলাপ, কথকতা।

তুমি বলছ আসবে আলো,

আমি বলছি চাই বিপ্লব।

তুমি বলছ নিরবতার কাচ ভেংেগ চৌচির করে হব সরব।

দুরে তুমি লিখছ বসে স্লোগান শব্দের ছন্দ স্লোক।

তারও পাশে তুমিও, স্বপ্ম বিজয়ের আঁকছ ছক।

রক্ত দিয়ে আল্পনার সব লতা পাতা ছুটছে দেখ দিগ্বিদিক।

তোমার শহর আমার গ্রাম, তার পাড়া ওর অলি গলি,

বিপ্লবের এই ডালপালা সীমানাহীন যায় চলি।

হাজার মাইলের দুরের ঐ পাহাড়চুড়ায় দিচ্ছ ডাক।

প্রতিধ্বনি শুনি আমি দুরে থেকেও - একই সুরে শিহরণ।

আকাবাকা মেঠোপথে হচ্ছে শুরু পথচলা -

ঠেকবে যেয়ে হাজার পথ এমনি করে মূল মোহনায় -

তুমি আসবে, আমিও যাব - তুলব ধ্বনি সমস্বর

সেও আসবে, নারী বৃদ্ধ করবে ভিড়।

স্বৈরাচারের শংকা, কাঁপন - তার দুর্গে ধরাব চিড়।

তোমার পদ্য, আমার আঁকা, তাহার কন্ঠে মুক্তি গান

পায়ে পায়ে পথচলা, রক্ত শপথ জনসমুদ্রে,

বিদ্রোহ বিপ্লবে পতন হবে নরখাদকের -

এখানে সেখানে আজ ঈশানে দৃঢ় কল্পে লক্ষ প্রাণ।

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File