দেখা কি হবে তোমার আর আমার ...
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৬ মে, ২০১৩, ০৭:৪০:৩৭ সন্ধ্যা
এখানে ইট প্রস্তরের মাঝখানে তোমার যার নিথর দেহ পড়ে আছে..
চারিদিকের নিশ্চুপ দালান গুলো যেখানে দাড়িয়ে আছে যেন অনড় দৈত্যের সারি ... অবরুদ্ধ বাতাস, দম বন্ধ করে দেয়ার মত.
এই শহরের অলিগলিতে এখানে সেখানে... ঘরের অন্দর মহলে.. রাজপ্রাসাদে যখন চলছে হায়েনাদের ফিসফিস, কানাঘোষা...
..... .. তখন তোমার উবে যাওয়া রক্তকণিকা আমার নিসৃত নিশ্বাসের সাথে মিশে আবারও বাতাসে উড়ে যায়। শুধু পেছনে তাকিয়ে হাসে রহস্যের মৃদু হাসি।
হয়ত আমাকে বুঝানোর চেষ্টা করছে... এই প্রহর নয় সময়ের শেষ, হয়ত সময়ের সন্ধিক্ষণে আবারও হবে দেখা, উড়ে যাওয়া প্রজাপতি আর হেমন্তের ঝরা পাতার বিস্তৃতিতে, আলোকোচ্ছটার মাঝে।
শত বছরের পুরোনো মুহুর্ত থাকবে অবহেলায় কালো গ্রন্থে প্রাচীন ক্ষয়ে যাওয়া কোনো শিলালিপির মত - সময়ের নিছক সাক্ষী হিসাবে।
হয়ত তখন এই রহস্যমাখা মুচকি হাসির কারণ বুঝতে পেরে কোনো নদিপাড়ে শরীর এলিয়ে দিয়ে এরকমই এক রহস্যমাখা মুচকি হাসি হাসব, ঘাস ফড়িং, মিস্টি রোদ, আর সবুজ ঘাসের মাঝখানে..
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন