কোন মাতালের খোয়াড় সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু? হাজার হাজার গুলি আর গ্রেনেডের পর গুলিতে লুটিয়ে পড়া রক্তাক্ত মানুষ নাকি তখনও ঘুমাচ্ছিল। উন্মাদনা আর মাতলামো কোন পর্যায়ের?
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৯ মে, ২০১৩, ০৬:২৩:৩৯ সকাল
এ্যামনেস্টি রিপোর্ট - তাদের নিজস্ব সাইটে http://www.amnesty.org/en/news/bangladesh-investigate-deaths-protest-clashes-prevent-more-bloodshed-2013-05-07
গত কয়েক মাস ধরে হুড়মুড় করে মানুষ জামাত শিবিরের প্রতি আগ্রহ দেখাচ্ছে।
আমি অনেক কথাবার্তাতে বলেছি, জামাতকে ক্ষমতায় যাবার সুযোগ করে দিচ্ছে আওয়ামীলীগ।
যেকোনো অভ্যুথানে বিজয়ী দলই পরবর্তী নির্বাচনে জয়ী হয়।
গত কয়েক বছরে একদিকে আওয়ামীদের প্রতি মানুষের বাড়ছে ঘৃণা, অপরদিকে জামাতের প্রতি বাড়ছে সহানুভূতি।
কয়েকমাসে আগেও যেসব লোকজন আওয়ামী ছিল, তারা এখন কট্টরভাবে জামাত সমর্থন করছে। গতকাল একজন হেফাযতের নিবেদিত কর্মী দীর্ঘ আবেগময়ী কথা শুনিয়ে জামাতের প্রতি সমর্থন প্রকাশ করল।
মানুষের পুন্জীভূত ক্ষোভ থাকলেও পাষন্ডদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধে যাচ্ছিলনা কেউ। শিবির সেই পথ দেখিয়েছে।
নির্বাচন হলে কোনোভাবেই আওয়ামীরা জেতা দুরের কথা, দাড়াবার সুযোগ পাবেনা এটা সরকার খুব ভাল জানে। আর সেজন্যই গুলি চালিয়েই যাচ্ছে। মানে হল গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়ার কোনই পরিকল্পনা তারা করছে না।
তাই by hook or crook তারা ক্ষমতা কুক্ষিগত করার সব avenue explore করবে।
মানে হল রক্তাক্ত প্রহর গুলো অপেক্ষা করছে এই জাতির জন্য।
এটা আওয়ামী বিরোধিরাও জানে। তারাও জানে আওয়ামীদের প্রতিহত করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে, এবং করবেও।
আওয়ামীদের পতন সুনিশ্চিত। কোনো নাটকে কাজ হবেনা, সেজন্য শাহবাগ মন্চ গুড়িয়ে দিতে বাধ্য হয়েছে।
এসব বিবেচনায় আমার প্রশ্ন সরকার চালাচ্ছে কোন মাতালেরা? ক্ষমতায় থাকতে পারবেনা এটা পরিস্কার হবার পরও আরো casualty বাড়িয়ে নিজেদের পরিণতি ভয়াবহতর করতে পারে শুধু নেশার ঘোরে মাতালরাই।
আক্ষরিক ভাবেই মখা আশরাফরা মদ্যপ মাতাল। এর মানে কি এসব মাতালরাই আত্নঘাতী সিদ্ধান্তগুলো নিচ্ছে?
বিষয়: বিবিধ
১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন