চতুর্দিকে কোটি প্রাণে জ্বলছে শিখা
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৮ মে, ২০১৩, ০৬:৪৭:১০ সকাল
নিরস্ত্র তাই করলে খেলা রক্তহোলির,
লুকিয়ে রাতে চাললে তুমি বৃষ্টি গুলির?
শেখাও তুমি আগুন নিয়ে মরণখেলা,
এই আগুনে পুড়তে কি আর আসবে বেলা?
লাভের মাঝে কি লাভ হল, বাড়ল ঘৃণা,
স্বদেশবাসীর দিকেই তোমার বিষের ফনা?
ওপার থেকে দাদাবাবুর মন্ত্র রশদ,
নির্বিচারে সেই কারণে করলে কি বধ?
অমন করে হিটলারেও পার পায়নি,
রক্ত নেশায় বুদ আছো আজ রাক্ষুসিনী।
ইহায়িয়াও ভোগ করেছে পরিণতি,
পিশাচ হবার পরিণাম যে রুক্ষ অতি।
গভীর রাতে হত্যা করে বাহাদুরি,
কিসের ভয়ে করছ তবে ছলচাতুরি?
তরুণ যুবার তাজা প্রাণ ঝরল যত,
কড়ায় গন্ডায় চাইব হিসাব, মারলে কত?
খুন হয়েছে যেসব প্রাণ তারাও মানুষ,
কঠিন সময় জানিয়ে দেবে ছিলে বেহুঁশ।
খুন পিয়াসী মখা, আশরাফ, লতিফ, আবুল,
বন্ধ হবে, নেশায় মাতাল আবোল তাবোল।
পাচ্ছনা টের, আগামী দিন হচ্ছে লিখা,
চতুর্দিকে কোটি প্রাণে জ্বলছে শিখা।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন