স্বৈরাচারের শেষ দিনগুলিঃ ২০১৩ সালে হাসিনার পতন হল যেভাবে

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৪ মে, ২০১৩, ০৮:১৩:৫৬ সকাল



হাসিনার সংবাদ সম্মেলন হবে, এই খবর বাজারে আসার আগে নীচের পোস্ট দিয়েছিলাম। মনে হচ্ছিল হুসনী মোবারকের শেষের দিকের দিনগুলোর কথা! সংবাদ সম্মেলনে তিনি বললেন তিনি কখনোই Rigid ছিলেন না। অথচ মাত্র কয়েকদিন আগে ওনার লেলিয়ে দেয়া পুলিশ পয়েন্ট ব্ল্যাংক রেইন্জে গুলি করে দিনেদুপুরে নির্বিচারে মানুষ খুন করেছে। শেখ হাসিনা কোনো দুঃখ প্রকাশ করেছিল? কোনো ব্যাবস্থা গ্রহণ দুরের কথা অন্তত এটা খারাপ এতটুকু বলেছিল?

বাকি নির্মমতার কথা নাই বললাম।

গজে করে দুর্গা আসার কারণে ফসল ভালো হয়েছে, এরকম বাচ্চামী হাসি ঠাট্টামূলক কথা বলেছিল। এখন এসেছে সহানুভূতি নিতে।

হাসিনাকে এই মুহুর্তে পদত্যাগে বাধ্য করে কাঠগড়ায় দাড় করানো হোক।

গতকালের পোস্ট

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File