বীর সেজেছে মুরাদ জং
লিখেছেন লিখেছেন রক্তলাল ৩০ এপ্রিল, ২০১৩, ১১:৫০:১৩ সকাল
জং ধরেছে সমাজে তাই বীর সেজেছে মুরাদ জং,
কত্ত জাতের টালবাহানা কত্ত জাতের রংগ ঢং।
হেলান দিলে দালান পড়ে, জং চেনেনা রানারে,
মখা ভাইয়ের কত্ত জ্ঞান, দিল্লী দেখান কানারে।
দানবাধিকারের মিজান বোবা, সুলতানাও লাপাত্তা,
শেখ হাসিনার দম্ভ দাবী রানা আবার কোন বেটা।
কাজের সময় মুজিব সেনা, কাজ ফুরোলে আমার কে,
এমনতর কত্ত নাটক, পড়লে চিপায় বিপাকে।
দেশ বিদেশের চাপে শেষে রানা হবে বলির পাঠা,
সুসময়ের স্বজন এখন দু:সময়ে গলার কাটা।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন