যারা এখানে লিখেন তাদের উদ্দেশ্যে

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:৩০:৩০ সকাল

যারা এখানে লিখেন তাদের অনেক সময় মনে হয় আমার লিখাটিই সবাই পড়ুক। কিংবা সবাই হুড়মুড় করে আমার লিখাটিতেই মন্তব্য করতে থাকুক।

বাস্তবে এটা হয়না, কারণ আমরা সবাই ব্যাস্ত। তাই বলে আমরা যেন উৎসাহ না হারাই।

কথা বলতে হবে। চাই সাহসী উচ্চারণ।

সামু ব্লগ আমি পছন্দ করিনা। ওখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। ওরা সরকারের কাছে বাঁধা। ওখানে অতি মডারেশন, এবং তথাকথিত 'ব্লগার' প্রীতি।

এই সাইটটিকে প্রচার করি সাধ্যমত।

এখানে সবাইকে আমন্ত্রণ জানাই।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File