শাহবাগী কার্টুন চরিত্রদের অংক পরীক্ষা: নকলের স্টান্টবাজী
লিখেছেন লিখেছেন রক্তলাল ২৬ এপ্রিল, ২০১৩, ০৫:৪৯:০০ সকাল
শাহবাগী কার্টুন কেরেকটারদের একটা অতি হাস্যকর কিন্তু মুন্সিয়ানা গোছের কথা হল ওনারা জামাত নেতাদের বিনা বিচারে ফাসি চান কিন্তু দেশের অন্য সমস্যা নিয়ে কিছু করেননা, কারণ ওনারা অংক পরীক্ষা দিতে এসেছেন।
হাততালি, বাহবা, সাবাস বিশিষ্ট অংকবিদদের। অংকের জাহাজ একেকজন। কয়জন যে ওদের মধ্যে আসলেই অংক পড়ে খোদা মালুম।
কিন্তু কথা হল বাকী পরীক্ষা কে দেবে? কোনো আসমানী সত্বা? বাকী বিষয়ে পরীক্ষা না দিয়ে কি পাস করা যায়?
আর ওনারাই কি অংকের ঢেকি খুব অংক পরীক্ষা দিলেন? সরকারের সহযোগীতায় পুরোটাই ত নকল মারলেন।
বুঝলাম শুধু অংকের জন্য ওনাদের দিল পেরেশান। কিন্তু তাতেওত ডাব্বা। ১০০% বিরিয়ানী স্টাইল নকল।
বাকী পরীক্ষা না দিয়ে ডাব্বা, অংকে নকল মেরে ডাব্বা। তাইলেত সব সাব্জেক্টেই ডাব্বা। সোজা বললেই হয়, বাবা অন্য সাবজেক্ট দিতে গেলে তরল বর্জ্য ছুটে যাবে। ওসব সাবজেক্টে একদম কাচা স্বীকার করলেই হয়।
যেহেতু অংকে সরকারের মন্ত্রীরা নকল সাপ্লাই দেবে সেজন্য অংকই সই।
কি মহা সক্রেটিস মার্কা যুক্তি অংক পরীক্ষা দিতে এসেছেন। ভাবখানাও ওনাদের সক্রেটিস আর্কিমিডিসীয়। শালা নকলবাজ! গদাম, গদাম।
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন