"মানব" এর "মানবাধিকার"
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ০৩ মার্চ, ২০১৩, ১২:১০:১৫ দুপুর
কোন কোন "মানব" এর জন্য "মানবাধিকার" থাকিবে, এবং থাকিলেও কোন কোন "অধিকার" এই "মানবেরা" পাইবে তা একটা প্রচন্ড রাজনৈতিক বিষয়। ব্যাপারটা নির্ভর করতেছে কে মারতেছে আর কেডা মরতেছে তার উপর।
বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনও এতজন মানুষ পুলিশের গুলিতে মারা যান নাই। তারপরের দিন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ পত্রিকাগুলান লাশের ছবি ছাপায় নাই। খবরে প্রকাশ হইয়া পড়িয়াছে এই মৃত্যুর জন্য মূলত মৃত মানুষেরাই দায়ী। বাংলাদেশের "মানব" দের "অধিকার" এর বর্গা নিছেন যারা, এমন দুইজন (সুলতানা কামাল, মিজান স্যার) জানাইছেন এইটা গনহত্যা বলা যাইবেনা, বলিলে পাপ হইবে।
N. B.
Genocide: meaning and including any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnic, racial, religious or political group such as:
(i) killing members of the group;
(ii) causing serious bodily or mental harm to members of the group;
(iii) deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;
(iv) imposing measures intended to prevent Births within the group;
(v) forcibly transferring children of the group to another group;
-THE INTERNATIONAL CRIMES (TRIBUNALS) ACT, 1973
(ACT NO. XIX OF 1973) 3.(c)
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন