আসমানি আদর্শ ইসলাম
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৪:৫২ বিকাল
'''দ্বীন ইসলামের প্রতি গভীর বিশ্বাস ও আন্তরিক মহব্বত সত্ত্বেও, অনেক লোকের প্রতিক্রিয়ার বিপরীতে, আমি ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাপারে সন্দেহ-সংশয় সৃষ্টি হতে দেখলে মোটেই উদ্ভিগ্ন হই না। বরং অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হই। কারণ, আমি বিশ্বাস করি এবং আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি যে, এই পবিত্র আসমানি আদর্শ বিভিন্ন রনাঙ্গনের মধ্যে যে রনাঙ্গনে অধিকতর হামলা ও সমালোচনার শিকার হয়েছে সে রনাঙ্গনেই অধিকতর শক্তিমত্তা, উন্নত শির, শৌর্য-বীর্য, জাঁকজমক ও ঔজ্জল্য সহকারে সুস্পষ্ট হয়ে গেছে......"
- - শহীদ আয়াতুল্লাহ মোতাহহারি
ইরানের শহীদ আয়াতুল্লা'র কথাটি পড়ছি আর শধু চোখের পানি ঝরছে...
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন