নীরব জেনোসাইড

লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২৯:১২ বিকাল

নীরব রাষ্ট্রীয় জেনোসাইড হচ্ছে

আর বসে বসে আমরা নীরবতা পালন করছি

হে জেনসাইডের শিকার ভাইয়েরা

তোমাদের জন্য হয়ত কেউ কিছু বলবেনা!!!

এ রাষ্ট্রের মানবাধিকারের বুলি আওড়ানোদের কাছ থেকে শুনলাম

তোমরা নাকি কেউনা, এমনকি মানুষ ওনা

তোমরা কারো কেউ নও, এমন কি তোমরা মানুষের কাতারেও নও!!!!

তোমাদের কোন মানবাধিকার ছিলনা এবং নেইও

কোন আদালতে তোমাদের হত্যার বিচার হবেনা জানি!!!!

আফ্রিকার হুতু-তুতসি-দিঙ্কা-নুয়ের জাতির থেকেও তোমরা নাকি নিকৃষ্ট,তাও জানি!!!!

আর আমার প্রভুর কাছে তোমরা আসলে কি আমি জানিনা,

যে যাই বলুক আমার প্রভুর কাছে যাতে তোমরা শান্তিতে থাক

চোখের জলে শুধু তাই চাইব

ক্ষমা করো আমাদের,শুধু ক্ষমা চাই তোমাদের কাছে

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File