আত্মঘাতী রামপাল
লিখেছেন লিখেছেন আত্মমগ্ন কবি ১৪ মে, ২০১৩, ০৬:০১:২১ সন্ধ্যা
এসো বন্ধু তোমাকে রামপাল নামক
একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিই।
... যেখানে বাংলাদেশ সরকার ১৩২০*২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য
ভারতের থারমাল কোম্পানীর সাথে গত ২০ এপ্রিল এক ভয়ঙ্কর আত্মঘাতী চুক্তি করেছে।
তুমি উন্নয়নের কথা বলছ?
এখানে উন্নয়নের নামে সুন্দরবনের খুব কাছে
প্রতিবেশ সঙ্কটাপন্ন ১৮৩০ একর ধানী জমি ধ্বংস করা হবে,
৪০ গ্রামের ২০০০ লোককে করা হবে বাস্তুচ্যুত।
সুন্দরবনের ভিতর কয়লার ডিপো বানানো ...হবে,
গাছ কাটা হবে, বাঘ-কুমির হত্যা করা হবে,
পশুর নদী নষ্ট করা হবে, ধ্বংস করা হবে সুন্দরবনকে।
তুমি পরিবেশের কথা বলছ?
শুধু ৫০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র ৩৭ লক্ষ টন কার্বন নিঃসরণ করবে বছরে,
যা সুন্দরবনের ৪০ কোটি গাছ কাটার সমান।
নিঃসরণ করবে ১০হাজার টন সালফার ডাই অক্সাইড,
১১হাজার টন নাইট্রাস অক্সাইড, ৫০০টন ক্ষুদ্র কণিকা,
৭২০ টন বিষাক্ত কার্বন মনো অক্সাইড, ২১৫ পাউন্ড সিসা আর
১৭০ পাউন্ড মারকারি।
যেখানে এক চা চামচের ৭০ভাগের ১ভাগ মারকারি
২৫ একর জলাশয়ে মিশালে সব মাছ মরে যায়
-----পারবে সুন্দরবন এর সাথে টিকে থাকতে?
তুমি আইনের কথা বলছ?
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’র আর্টিকেল-৫ আর
আন্তর্জাতিক রামসার কনভেনশন ১৯৭২’র
সুস্পষ্ট লঙ্ঘন করে বানান হবে এই বিদ্যুৎ কেন্দ্র।
তুমি অর্থের কথা ভাবছ?
পিডিবি মাত্র ১৫% বিনিয়োগ করবে, থারমাল করবে ১৫%।
বাদবাকী ৭০% অর্থ ভারতের ব্যাংক থেকে ১৪% চড়া সুদে নিতে হবে।
১৫%বিনিয়োগকারী থারমাল পাবে এর নীট লাভ ৫০%।
প্রতি টন কয়লা বর্তমান বিশ্ব বাজার দর ১০৫ ডলারের পরিবর্তে কিনতে হবে ১৫০ ডলারে। যেখানে ইউনিট প্রতি পিডিবিকে দিতে হবে ৮.৮৫ টাকা।
বুঝছ কেমন দুর্নীতি হবে?
তুমি বিকল্পের কথা ভাবছ? ভাবছ আমরা নিজেরাই পারব কিনা?
হ্যাঁ, আমরা পারি, পারব। অন্যভাবে আরো বড় প্রকল্প বানাতে পারব।
শুধু দরকার একটা ভালো কয়লা নীতি-
--------‘উন্মুক্ত না, বিদেশী না’
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন