শাহবাগ নামা

লিখেছেন লিখেছেন আলম সফি ১৬ মার্চ, ২০১৩, ০৪:৪৫:৩১ রাত

বিক্ষোভে প্রতিরোধে

শোষিতের প্রতিশোধে

দেশটা যখন জ্বলছে,

দিল্লীর টাকাতে

রাজধানী ঢাকাতে

শাহবাগী নাটকটা চলছে।

হাস্যকর এক আন্দোলন

পুলিশে দেয় পাহারা

নামেই শুধু গণ জাগরণ

জনগণের নেই সাড়া।

রোগীরা কষ্ট পায়

পথচারী নিরুপায়

তবু ওরা রাজপথে

নাচে আর গান গায়।

দৈনিক ভাতা আছে

তিন বেলা খাবারও

গাড়িঘোড়া ফ্রি আছে

আসা এবং যাবারও।

ওরা নাকি শাহবাগী

করে টাকা ভাগাভাগী

পুলিশের নাকের ডগায়

মদ আর গাঁজা খায়।

সরকারী আদরে উদ্ভট আয়োজন

জেনে গেছে বিশ্ব, বুঝে গেছে জনগণ।

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File