প্রতিজ্ঞা
লিখেছেন লিখেছেন আলম সফি ০১ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫২:৩২ সকাল
ভুলগুলো মোর ফুল হয়ে আজ
ফুটুক বাগান জুড়ে,
সৃষ্টি সুখের সুরগুলো আজ
বাজুক নতুন সুরে।
অলসতায় অবহেলায়
হারিয়েছি যা সকাল বেলায়
বিকেলে তা পেতেই হবে
সম্ভাবনার খনি খুঁড়ে।
বিষয়: সাহিত্য
১১২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন