গলাবাজি

লিখেছেন লিখেছেন আলম সফি ০৪ জুলাই, ২০১৩, ০৯:৫৮:২১ সকাল



ইলেকশনে দাঁড়িয়ে

নেতাজি বললেন,

হাত দু'টো নাড়িয়ে

বলেই চললেন।

উন্নয়নের জোয়ারে

দেশটা ভাসছে,

দেশের মানুষ আজ

খুশীতে হাসছে।

আগের চেয়ে অপরাধ

অনেকটা কমেছে,

বিলিয়ন ডলার

রিজার্ভে জমেছে।

যা কিছু ভাল সব

আমরাই করেছি,

সন্ত্রাসী খুনীদের

আমরাই ধরেছি।

দেশের যা দরকার

আমরাই করবো,

জনগণের সুখের জন্য

হাসিমুখে মরবো।

সাগর-রুনীর খুনীদের

আমরাই ধরবো,

নিজেদের টাকাতেই

সেতুটা করবো।

সঠিক ইতিহাস

আমরাই জানাবো,

দেশটাকে সিঙ্গাপুর

আমরাই বানাবো।

আমি যা বলছি

সেটাই সত্য,

এবং সেটাই

নির্ভুল তথ্য।

ওরা যা বলে সব

মিথ্যা বানোয়াট,

ধোকাবাজি গলাবাজি

তথ্য বিভ্রাট।

যার যা চাহিদা

মিটাবো সবটা,

আমাকে দিবেন কিন্তু

আপনার ভোটটা।

শুনে শুনে ভোটারের

কান দু'টো ঝালাপালা,

এলো তবে মোক্ষম

জবাবটা দেবার পালা।

জেনেশুনে সবকিছু

দেখেশুনে চারিদিক,

হিসেবটা মিলিয়েই

ভোট দিব ঠিক ঠিক।

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File