জনপ্রিয়তা অর্জনের জন্য অন্যের লেখা নিজের জন্য চালানো ঠিক?

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৫ মার্চ, ২০১৪, ০১:০৪:০৯ রাত

গুলেন আন্দোলন

সম্পর্কে জানতে গিয়ে দেখি এই ব্লগে একজন জনপ্রিয় ব্লগার অন্য এক ব্লগ থেকে অন্য জনের লেখা নিজের নামে চালিয়ে দিয়েছেন। আসলে এটি নিজের বিবেকে যদি বাধা না দেয় তাহলে কি আর করা। যাই হোক আমি ফেতুল্লা গুলান ও তার আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসুন সবাই লিংক শেয়ার করি তাহলে সবার জন্য উপকার হবে আশা করি।

যে কে উ কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য্য সহকারে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারলেই আমাদেন নিজের জিবনে সাফল্য আসবে বলে মনে করি। সুতরাং আমাদের উন্নতির জন্য ও ব্যর্থ না হওয়ার জন্য এখনই সংশোধন হওয়া উচিত। বর্তমান জামানা হচ্ছে ডিজিটাল। সুতরাং দুইনাম্বারি করে কারো পার পেয়ে যাওয়া ন্যূনতম সুযোগ নেই

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186929
০৫ মার্চ ২০১৪ রাত ০১:২০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হুম ভাই যারা এমন করে তাদেরকে ল্যাঞটা করে পিটা দরকার
০৫ মার্চ ২০১৪ রাত ০১:২৬
138557
ইকুইকবাল লিখেছেন : ঠিক মন্তব্য করেছেন। ধন্যবাদ দিয়ে খাট করতে চাইনা কিন্তু ভাইজান
186930
০৫ মার্চ ২০১৪ রাত ০১:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেকে এরকম কাজ করে কিন্তু কেন করে আমি বুঝি না
০৫ মার্চ ২০১৪ রাত ০১:২৮
138558
ইকুইকবাল লিখেছেন : প্রথমে হেসে নেই। কারণ আপনার কথা ইনুর সাথে মিলে গেছে। কেনো জামানকে মানুষ ভোট দেয় আমার বুঝে আসেনা ইত্যাদি।

যাই হোক আপনি ঠিক বলেছেন। এটি কারো বুঝে আসবেনা আসার কথাওনা?
186960
০৫ মার্চ ২০১৪ রাত ০২:৪২
সজল আহমেদ লিখেছেন : আমার বোধগম্য হইতেছে যে উক্ত লেখক মনে হয় বুঝিয়াছিল যে লেখা চুরি করিলে ধরা খাইবেনা।
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
138639
ইকুইকবাল লিখেছেন : ধরার কোন কায়দা ছিলনা। কিন্তু আমি যদি তথ্য দেই তাহলে তার বারটা বাজবে
186967
০৫ মার্চ ২০১৪ রাত ০২:৫৭
ভিশু লিখেছেন : ভালো বলেছেন!
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:১৯
138638
ইকুইকবাল লিখেছেন : আপনি ভাল মানুষ তাই সবার ভালটিই প্রত্যক্ষ করেন। ধন্যবাদ
187006
০৫ মার্চ ২০১৪ সকাল ০৭:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : সেই লেখক আর এই লেখক এক কি না তাও দেখা দরকার। অনেক সময় বিভিন্ন ব্লগে একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম থাকে।
যদি সত্যিই লেখাটি চুরি করে হুবহু কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয়া হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।
০৫ মার্চ ২০১৪ সকাল ০৯:১৮
138637
ইকুইকবাল লিখেছেন : না লোকমান ভাই। সে কোন নিক নেমে ব্যবহার করেনি সরাসরি নামে ব্লগিং করছে।
187098
০৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : যদি অন্য কারো পোস্ট দেন সবার কাছে অনুরোধ তথ্যসূত্র অবশ্যই দিবেন।
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
138834
ইকুইকবাল লিখেছেন : অবশ্যই
187364
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
আওণ রাহ'বার লিখেছেন : আমি বুঝিনা যে সময়টাতে এই কপি পেষ্ট করা হয়।(নিজের নামে)
সেই সময়ে দুইবার তো অন্তত বলা যায় আল্লাহ আমাকে কবুল করুন।
তবে অনেকে আছেন নিজের নাম এবং ছদ্ম নামে ব্লগে আসেন।
তাই একি লেখার ব্যাক্তি দুইটি নিকে লেখা চালাতে পারে।
আল্লাহই ভালো জানেন।
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
138900
ইকুইকবাল লিখেছেন : কি মজা পায় অন্যের লেখা নিজের নামে চালিয়ে। আল্লাহই ভাল জানে
188139
০৭ মার্চ ২০১৪ রাত ১২:২৩
বদর বিন মুগীরা লিখেছেন : আমি আমার লেখাকে ফি-সাবিলিল্লাহ করে দিয়েছি।কে্‌উ কপি করলে কিছুই মনে করিনা।
০৭ মার্চ ২০১৪ রাত ১২:৪০
139588
ইকুইকবাল লিখেছেন : এত উদার হওয়া ঠিকনা
188846
০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
নিভৃত চারিণী লিখেছেন : অন্যের লেখা দিয়ে জনপ্রিয়তা লাভ করে কি তারা আসলেই আত্মতৃপ্তি জিনিষটা পায় ?
একদম বাজে কাজ এটা।
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
140190
ইকুইকবাল লিখেছেন : আমার ব্লগ বাড়িতে আসার জন্য স্বাগতম!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File