আমাকে যারা অবিশ্বাস করেন তাদের সাথে কোন সম্পর্ক নেই

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৩ মার্চ, ২০১৪, ১০:৩৯:০৯ সকাল

























































নিজেকে ডিসক্লোজ করলাম কিছু ছবির মাধ্যমে। আসা করি ছবিই কথা বলবে। খুব কষ্ট পেয়েছে কিছু ভাইয়ের বিরুপ মন্তব্যতে। আমার আইডি হ্যাকড সম্পর্কিত প্রথম সতর্ক বার্তা স্বরুপ ব্লগে পোস্ট দেই আমার এফবি আইডি হ্যাকড

তারপর আরেকটি পোস্ট দেই। সেখানে অনেকে বিরুপ মন্তব্য করেছেন দেখুন। বন্ধুরা সুমাইয়া নজরুল আমার আইডিটি হ্যাকড করছে

যখন জানতে পারছি কে আমার আইডি হ্যাকড করেছে তখন স্ক্রিন সুট সহ পোস্ট দেই।

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185928
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আপনি কিছু টাকা সাদকাহ করেন।
এবং কিছু নফল নামাজ পড়ে দোয়া করেন।
ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন।
এই আইডি হারানো ভাইয়া কত বড় কষ্ট সেটা বুঝি।
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:১২
137808
ইকুইকবাল লিখেছেন : অনেকে ভাবছে অন্য কিছু এই জন্য কষ্ট লাগছে। ওখানে তেমন কিছু নেই। শুধু কিছু রেয়ার ছবি হারব আর প্রকৃত বন্ধু হারাব এই যা।
185930
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:১০
সজল আহমেদ লিখেছেন : আওন এর সাথে সহমত।
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:১২
137809
ইকুইকবাল লিখেছেন : দোয়া করেন
185956
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩৮
সজল আহমেদ লিখেছেন : সুমাইয়া নজরুল এরকম কেন করল?
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
137826
ইকুইকবাল লিখেছেন : তার সাথে যোগাযোগ করা দরকার
185972
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
সিটিজি৪বিডি লিখেছেন : সুমাইয়া নজরুল এরকম কেন করল? আমিও জানতে চাই।


ওনি ফেইসবুকে আমার প্রতিটি পোষ্টে লাইক দিতেন। ওনি সুন্দর সুন্দর কবিতাও লিখতেন। কি কারনে আপনার সাথে এই রকম আচরণ করলো কিছুইতো বুঝতে পারছি না।
০৩ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
137825
ইকুইকবাল লিখেছেন : আল্লাহই ভাল জানে। তাকে ব্যক্তিগতভাবে কে চিনেন?
186036
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:২৩
গেরিলা লিখেছেন : ইকুইকবাল লিখেছেন : আল্লাহই ভাল জানে। তাকে ব্যক্তিগতভাবে কে চিনেন?
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৮
137842
ইকুইকবাল লিখেছেন : হুম
186044
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:০১
পবিত্র লিখেছেন : Sad Sad Sad
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
137857
ইকুইকবাল লিখেছেন : আহারে
186053
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ছবি দেখে ধন্য হলাম।
বিশ্বাস কোন মানুষের প্রতি রাখতে হলে, তা কেবল নবী এবং রাসূলদের প্রতিই হবে। ইকুইকবাল-এর প্রতি বিশ্বাস রাখা আবশ্যক নয়।
বিশ্বাস জোর করে আদায়ের বস্তু নয়। বিশ্বাস সৃষ্টি হয় আচরণে।

তবে ছবি দেখে আমার কেন জানি বারবার মনে হয় যে, ইকু ইকবালদের এলাকায় ৭৪সাল চলছে অথবা মংগা চলছে।
প্রয়োজনে নেহায়েত থেকে ধার নিয়ে হলেও শরীরটার দিকে নজর দিন। আগামীর সংগ্রামে একটু শরীরটাও দরকার আছে।
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
137860
সান বাংলা লিখেছেন : Applause Applause Applause Good Luck
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
137889
ইকুইকবাল লিখেছেন : দুইটি লিংক দিয়েছি ওখানে যান তবেই বুঝে যাবেন। আমি বিপদে পড়ছি যেখানে আমাকে মেন্টাল সাপোর্ট দিবে কিন্তু উল্টা মেন্টাল হিট করলে কি হবে বলেন? আমার সাথে ওই মেয়ের গোপণ সম্পর্ক খোজে। অনেকে বলে ব্যক্তিগত বিষয় শেয়ার করা ঠিক নয়। আমার বন্ধুরা যদি বোঝতে না পারে যে আমি কখনও আমার ওয়ালে নেকেড ছবি দিতে পারি এই যা। আমার ফেইসবুক একাউন্টটি হ্যাকড করার পর ওরা সেখানে যাচ্ছে তাই নেকেড ছবি শেয়ার করতেছে এই আরকি। দোয়া করেন যাতে উদ্ধার হয়। আমার প্রতি কাউকে বিশ্বাস করতে বলিনি। বিশ্বাসের অনেক অর্থ ও অনেক অনেকভাবে বিশ্বাস করার কথা শরিয়তে অবৈধ নয়। স্বামিকে স্ত্রীর প্রতি, বন্ধুকে বন্ধুর প্রতি ইত্যাদির প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কি সম্পর্ক হয় জনাব?
০৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৭
138281
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : ইকু-আপনি কি বিশ্বাস বলতে আস্থা বুঝিয়েছেন??
186063
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৯
ইমরান ভাই লিখেছেন : হ্যাকিং থেকে বাচার উপায় একটু ঘুড়ে আসুন প্লিজ
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
137893
ইকুইকবাল লিখেছেন : ধন্যবাদ শেয়ার করার জন্য
186071
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫২
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাই তারাতারি একখান বিয়া করেন আমাদের একবেলা খাওয়ানোর ব্যবস্থা করেন, আপনার উপর অনেক বড় একটা ঝড় গেল।
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২১
137890
ইকুইকবাল লিখেছেন : মাথা গেল। তুমি তো শুধু খাওয়ার তালে আছ। যাক তোমাকে ভাপা পিঠা খাওয়ানোর ব্যবস্থা করব। খুশি তো?
১০
186076
০৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
সান বাংলা লিখেছেন : সুমাইয়া নজরুল এরকম কেন করল? আমিও জানতে চাই।
ওনি ফেইসবুকে সুন্দর সুন্দর কবিতাও লিখতেন। কি কারনে আপনার সাথে এই রকম আচরণ করলো কিছুইতো বুঝতে পারছি না।
তাছাড়া আপনার আইডিতে সকালে দেখলাম কিছু খারাপ ছবি এবং কিছু খারাপ পেইজে লাইক।ব্যাক্তিগত পরিচয়টা দিয়ে দিল!ছিঃ...
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২১
137891
ইকুইকবাল লিখেছেন : হুম মুরুব্বি
১১
186093
০৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
অজানা পথিক লিখেছেন : কোন বন্ধুই হারাবেন না। আপনি নতুন আইডি খুলে দেখুন খুব দ্রুত আনেকগুলো নতুন বন্ধুর সাথে পরিচয় হয়ে যাবে। আমরা সবাই মিলে সহযেগিীতা(এড দিয়ে) করবো।

আর সুমাইয়া নজরুলের ব্যপারটা আমার মনে হয় তৃতীয় কোন পক্ষ উনার আইডিটাও হ্যক করে উনাকেও ব্লাকমেইল করছে। যদিও এ ঘটনার পর আমি সুমাইয়া নজরুলকে ব্লক মেরেছি। কিন্তু এখন আর অনব্লক করতে পারছিনা। স্হায়ীভাবে ব্লক হয়ে গেছে।

তার ব্যপারটা আল্লাহ মালুম
০৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
137892
ইকুইকবাল লিখেছেন : তার আইডিটিও হয়ত ডিলিট করে দিয়েছে কিছুটা আঁচ করতে পেরেছি
১২
186180
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইকু ভাই মন খারাপ হলে এরকম অনেক কিছু মনে হয়।
০৩ মার্চ ২০১৪ রাত ১০:৪০
138026
ইকুইকবাল লিখেছেন : হুম
১৩
188153
০৭ মার্চ ২০১৪ রাত ১২:৫১
বদর বিন মুগীরা লিখেছেন : আল্লাহ সাহায্য করুন।
০৭ মার্চ ২০১৪ রাত ০১:০১
139595
ইকুইকবাল লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File