রাসেদ খান মেননের সাথে এক অনুষ্ঠানে কিছুক্ষণ: ছবিটি সামাজিক মাধ্যমে দেয়ায় বিরুপ মন্তব্য

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০১ মার্চ, ২০১৪, ১১:৩১:১৭ সকাল











ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মহাসচিব ও মাসিক বিক্রমপুরের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ টিপু সুলতানের ৯ম বই অপ্রত্যাশিত অভিযাত্রার মোড়ক উন্মোচন করার জন্যই মূলত তার সাথে তথন অন্যান্যদের মধ্যে আমিও ছিলাম। প্রথমেই তাকে রিসীভ করে নজরুল মঞ্চে নিয়ে আসি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমাদের মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট। ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আমাকে উপস্থিত থাকতে হয়েছে।

তবে এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। এর আগে বি চৌধুরি, ভাষা সৈনিক আব্দুল মতিন, কবি আল মাহমুদ, ড এস আই খান, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নিউ এইজের সম্পাদক নূরুল কবির, কামাল উদ্দিন সবুজ, পি আই বির প্রেডিসেন্ড শাহ আলমগির, সৈয়দ আবুল মকসুদসহ আরও অনেকের খুব কাছাকাছি ছিলাম তখন এমন লাগেনি। তিনি বাম হওয়াতে হয়ত এমন লেগেছে। তার মুখে একটি হাসিও দেখতে পাইনি কেন বলতে পারছিনা। আর অকারণে কারো সাথে ফটোসেশন করিনা আমি। ছবি তোলার পেছনে অনেক শানেনজুল আছে। দৈনিক আমার দেশের মফস্বল সম্পাদক মোস্তাফিজ বুলবুল ভাইও ছিলেন।

ভেষজ বিজ্ঞানী সৈয়দ টিপু সুলতানের ৯ম বই অপ্রত্যাশিত অভিযাত্রার মোড়ক অনুষ্ঠান

ফেইসবুকে ছবিটি প্রপিক করাতে অনেকই বিরুপ মন্তব্য করেছেন যার প্রায় সবগুলিই পরে ডিলিট করে দিয়েছি । নাস্তিকও বলে অনেকে মন্তব্য করেছেন। Jakaria Ahammed Khalid ভাই লিখেছেন, পাওয়ার একটা নেশা, আর যাদের পাওয়ার আছে তাদের আশেপাশে যেতে চাওয়াটাও একটা নেশা। যারা বিরুপ কমেন্ট করছে তারাও উনাকে কাছে পেলে ছবি তুলার চান্স ছেড়ে দিবেনা।

King Faruk লিখেছেন, NITI HIN ITOR PRANI SO SOMOY KARAP.

Lokman Bin Yousuf লিখেছেন, menon eK BAKSAL.

Sabuj Kabir লিখেছেন, ar manus pailen na!!

Naim Islam লিখেছেন, ইনু-ইকু পাশাপাশি!!

Nahid Sarker লিখেছেন, Bam hoye gelen.

তবে মানুষ ভালকে ভাল ও খারাপকে খারাপই বলবে। যদিও আমি অনুষ্ঠানে থাকতে চাইছিলামনা কিন্তু মুকুট ভাই আমাকে থাকতে হবেই বলে জানিয়ে দিলেন। কি আর করা অনুষ্ঠান ৪ টা ৩০ মিনিটে শুরু হবে সেই সময়েই হাজির থাকলাম।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184904
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:০২
নেহায়েৎ লিখেছেন : আসলে ভাই একজন মুসলিম হিসেবে আমি কম্যুনিষ্ট নাস্তিক প্রগতিশীল (দূর্গতিশীল)দের আমি পছন্দ করি না।
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:১২
136824
ইকুইকবাল লিখেছেন : আমিও না একদম
184911
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:১৭
সান বাংলা লিখেছেন : কে কি বলল বা কি মনে করল জানি না!এটা ঠিক বলছেন যে যারা বিরুপ কমেন্ট করছে তারাও হয়ত উনাকে কাছে পেলে ছবি তুলার চান্স ছেড়ে দিবেনা কিন্তু সবাই আবার না!
বাম কম্যুনিষ্ট নাস্তিক প্রগতিশীল আমিও কিন্তু পছন্দ করি না তাই আপনার ছবিটা এফ,বিতে দেখেও আমি লাইক দেই নাই!
শানেনজুল যাই হোক এখন বলেন ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মহাসচিব ও মাসিক বিক্রমপুরের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ টিপু সুলতানের ৯ম বই অপ্রত্যাশিত অভিযাত্রার মোড়ক উন্মোচন করার জন্য এই নাস্তিককে কেন আনা হল????
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
136827
ইকুইকবাল লিখেছেন : এই জন্যই তো আমি যেতে চাচ্ছিলামনা। এরকম বহু নাস্তিকের সাথে টিপু সুলতানের সাথে পরিচয়। প্রধান মন্ত্রী হাসিনা, খালেদা জিয়া, বিশ্ব বেইমান বিল ক্লিন্টনের সাথেও তারসাথে পরিচয় এই যা। আমার ব্যক্তিগত অনুষ্ঠান হলে তাকে রাখতানমা নিশ্চিত থাকেন
184915
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার কমেন্ট টা কিন্তু প্রধানত আপনার পোষ্ট এর ভুল সংক্রান্ত ছিল।
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২২
136941
ইকুইকবাল লিখেছেন : এখনও আপনার ফেইসবুকের আইডি ঠিকমত চিনতে পারিনি। ইনবক্সে আইসেন
184916
০১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
সান বাংলা লিখেছেন : মাসিক বিক্রমপুরের প্রধান পৃষ্ঠপোষক!
এরকম বহু নাস্তিকের সাথে পরিচয়!!
বহু প্রশ্নের জন্ম দেয়!!!
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
136942
ইকুইকবাল লিখেছেন : দেওয়াটাই স্বাভাবিক। সবার সাথেই সম্পর্ক রাখতে হয় দুনিয়াতে চলতে গেলে। ঘৃণা মাস্ট করতে হবেই বন্ধু হবেনা শুধু পরিচিত এই যা
184938
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আগেরটা পোষ্ট দেখিনি। এখন যা দেখলাম, তাতে খারাপের কিছু মনে হলো না। তবে মেনন ইনুদের সামনে ইকুদের দাড়াতে হবে আরো একটু বজ্রকঠোর হয়ে-আশিদ্দাউ আলাল কুফ্ফার।
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
136943
ইকুইকবাল লিখেছেন : মাশাআল্লাহ। আপনি পুরোপুরি শিক্ষিত দেখতে পাচ্ছি
184944
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
136944
ইকুইকবাল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
185100
০১ মার্চ ২০১৪ রাত ০৮:২২
বাংলার দামাল সন্তান লিখেছেন : নেহায়েৎ লিখেছেন : আসলে ভাই একজন মুসলিম হিসেবে আমি কম্যুনিষ্ট নাস্তিক প্রগতিশীল (দূর্গতিশীল)দের আমি পছন্দ করি না।
০১ মার্চ ২০১৪ রাত ১০:৫৬
137130
ইকুইকবাল লিখেছেন : আমিও অপছন্দ করি
185240
০১ মার্চ ২০১৪ রাত ১১:৫৯
সজল আহমেদ লিখেছেন : একজন ফাজিলনীতিবিদ
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৭
137841
ইকুইকবাল লিখেছেন : হুম
185932
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:১২
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আমার ভালো লেগেছে।
আল্লাহ রাশেদ খানকে হেদায়াত দান করুন। আমিন
ভাইয়া নিজের কাছে নিজে পবিত্র থাকলে অন্যের বলা না বলা নিয়ে বেশি চিন্তা না করাই ভালো আমি মনে করি।
আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী এবং তার সন্তানকেও হেদায়াত দান করুন। আমিন
০৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৭
137840
ইকুইকবাল লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File