রাসেদ খান মেননের সাথে এক অনুষ্ঠানে কিছুক্ষণ: ছবিটি সামাজিক মাধ্যমে দেয়ায় বিরুপ মন্তব্য
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০১ মার্চ, ২০১৪, ১১:৩১:১৭ সকাল
ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মহাসচিব ও মাসিক বিক্রমপুরের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ টিপু সুলতানের ৯ম বই অপ্রত্যাশিত অভিযাত্রার মোড়ক উন্মোচন করার জন্যই মূলত তার সাথে তথন অন্যান্যদের মধ্যে আমিও ছিলাম। প্রথমেই তাকে রিসীভ করে নজরুল মঞ্চে নিয়ে আসি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমাদের মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট। ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আমাকে উপস্থিত থাকতে হয়েছে।
তবে এটি আমার জীবনে অন্যরকম অভিজ্ঞতা। এর আগে বি চৌধুরি, ভাষা সৈনিক আব্দুল মতিন, কবি আল মাহমুদ, ড এস আই খান, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নিউ এইজের সম্পাদক নূরুল কবির, কামাল উদ্দিন সবুজ, পি আই বির প্রেডিসেন্ড শাহ আলমগির, সৈয়দ আবুল মকসুদসহ আরও অনেকের খুব কাছাকাছি ছিলাম তখন এমন লাগেনি। তিনি বাম হওয়াতে হয়ত এমন লেগেছে। তার মুখে একটি হাসিও দেখতে পাইনি কেন বলতে পারছিনা। আর অকারণে কারো সাথে ফটোসেশন করিনা আমি। ছবি তোলার পেছনে অনেক শানেনজুল আছে। দৈনিক আমার দেশের মফস্বল সম্পাদক মোস্তাফিজ বুলবুল ভাইও ছিলেন।
ভেষজ বিজ্ঞানী সৈয়দ টিপু সুলতানের ৯ম বই অপ্রত্যাশিত অভিযাত্রার মোড়ক অনুষ্ঠান
ফেইসবুকে ছবিটি প্রপিক করাতে অনেকই বিরুপ মন্তব্য করেছেন যার প্রায় সবগুলিই পরে ডিলিট করে দিয়েছি । নাস্তিকও বলে অনেকে মন্তব্য করেছেন। Jakaria Ahammed Khalid ভাই লিখেছেন, পাওয়ার একটা নেশা, আর যাদের পাওয়ার আছে তাদের আশেপাশে যেতে চাওয়াটাও একটা নেশা। যারা বিরুপ কমেন্ট করছে তারাও উনাকে কাছে পেলে ছবি তুলার চান্স ছেড়ে দিবেনা।
King Faruk লিখেছেন, NITI HIN ITOR PRANI SO SOMOY KARAP.
Lokman Bin Yousuf লিখেছেন, menon eK BAKSAL.
Sabuj Kabir লিখেছেন, ar manus pailen na!!
Naim Islam লিখেছেন, ইনু-ইকু পাশাপাশি!!
Nahid Sarker লিখেছেন, Bam hoye gelen.
তবে মানুষ ভালকে ভাল ও খারাপকে খারাপই বলবে। যদিও আমি অনুষ্ঠানে থাকতে চাইছিলামনা কিন্তু মুকুট ভাই আমাকে থাকতে হবেই বলে জানিয়ে দিলেন। কি আর করা অনুষ্ঠান ৪ টা ৩০ মিনিটে শুরু হবে সেই সময়েই হাজির থাকলাম।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাম কম্যুনিষ্ট নাস্তিক প্রগতিশীল আমিও কিন্তু পছন্দ করি না তাই আপনার ছবিটা এফ,বিতে দেখেও আমি লাইক দেই নাই!
শানেনজুল যাই হোক এখন বলেন ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মহাসচিব ও মাসিক বিক্রমপুরের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ টিপু সুলতানের ৯ম বই অপ্রত্যাশিত অভিযাত্রার মোড়ক উন্মোচন করার জন্য এই নাস্তিককে কেন আনা হল????
এরকম বহু নাস্তিকের সাথে পরিচয়!!
বহু প্রশ্নের জন্ম দেয়!!!
আল্লাহ রাশেদ খানকে হেদায়াত দান করুন। আমিন
ভাইয়া নিজের কাছে নিজে পবিত্র থাকলে অন্যের বলা না বলা নিয়ে বেশি চিন্তা না করাই ভালো আমি মনে করি।
আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী এবং তার সন্তানকেও হেদায়াত দান করুন। আমিন
মন্তব্য করতে লগইন করুন