ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান, ২৩ আগষ্ট, শুক্রবার, ২০১৩

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৫ আগস্ট, ২০১৩, ০৮:২১:৪৪ রাত



যা বললেন ব্লগাররা

ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও স্বাধীন-সার্বভৌম, অখণ্ড বাংলাদেশে বিশ্বাসী ব্লগারদের নিয়ে রাজধানী ঢাকায় এক চাইনিজ রেস্টুরেন্টে সিবিএফ এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হল। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া ব্লগাররা ব্লগিং ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে নিজেদের সুচিন্তিত, বিচক্ষণ ও সৃজনশীল মতামত তুলে ধরেন। মতামতে স্বাধীন ও শালীন মত প্রকাশের ওপর জোর দেন তারা। সম্মেলনে ব্লগাররা যা বললেন আজ থাকছে তার প্রথম পর্ব...

১. আফসানা জেরিন খান এনি:- সিবিএফ একটি জাতিয় ঐক্যের প্লাট ফর্ম। এখান থেকেই সমস্ত ব্লগারদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হবে। কোন পক্ষ থেকে দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে লেখা লেখির মাধ্যমে এই সমস্ত ব্লগাররা তার প্রতিবাদ জানাবে। তিনি আরো বলেন, সিবিএফ এর সাংগঠনিক কাঠামো মজবুত করতে হলে এর জন্য ফান্ড ও সমস্ত এলাকায় এর কমিটি গঠনরে বিকল্প নেই।

২. ধ্রুব নীল:- সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তিনি বলেন, শাহবাগের সফলতা বা ব্যর্থতার খতিয়ান না দেখে বরং তাদের সাথে আমাদের কার্যক্রমের পার্থক্য গুলো খতিয়ে দেখা। এছাড়া তিনি ব্লগারদের মাঝে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।

.ইসমাঈল যবীহ উল্লাহ:-মানবতার জন্য কল্যাণকর যে কোন কাজ তা যত ছোটই হোক না কেন তা নিয়ে কাজ করবে সিবিএফ এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



৪.লোকমান বিন ইউসূফ:-
আমরা Non-political but moral । আমাদের এই প্লাটফর্মে বিশেষভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। সর্বোপরি কার্যকরী উদ্যোগের দিকে এগিয়ে যেতে হবে।

৫.প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ:- আমাদের গোল ঠিক করে এগিয়ে যেতে হবে। আমাদের Fully committed হতে হবে সিবিএফ এর লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের জন্য।

৬.হাসান আল বান্না:- নিজস্ব গোল নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমাদের মাঝে Dedicated mentality বজায় রাখতে হবে। আমাদের জ্ঞানের অভাব রয়েছে তা দূর করতে অনেক স্টাডি ও পরিশ্রম করতে হবে। সর্বোপরি তিনি সিবিএফ এর লক্ষ্য-উদ্দেশ্যর সাথে ঐক্যমত পোষণ করে এর সাথে লেগে থাকার আগ্রহ প্রকাশ করেন।

৭.আব্দুল মাজেদ:- সর্ব প্রথম আমাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। তাহলেই আমাদের কাজের স্পন্সর জোগার করতে অসুবিধা হবেনা।



৮.মাই নেম ইজ খান:
- মুসলমানদের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে আমরা তেমন কোন কাজ করতে পারিনি। আর আমাদের নিরবতার সুযোগেই নাস্তিকরা আমাদের জাতির অনৈসলামী কালচার পুশ ইন করেছে। তাই সিবিএফ এর কাজের গতি আরো বাড়ানোর প্রতি জোর দাবি জানান।

৯.লুৎফর রহমান:- সকল কাজের উদ্দেশ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি হওয়া উচিৎ বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

১০.এম এম ওবায়দুর রহমান:- দেশের সমস্ত ব্লগারদের সিবিএফ এর প্রতি আগ্রহ ও উৎসাহ জোগানেরা পাশা পাশি নারী ব্লগার ও প্রবাসী ব্লগারদের সিবিএফ এর প্লাটফর্মে সম্পৃক্ত করার জন্য গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি দেশের Top Level এর ব্লগ তৈরি করার প্রতি মত প্রকাশ করেন। তাছাড়া ব্লগারদের লেখার ধরন অনুযায়ী ক্যাটাগরাইজ করার প্রতি গুরুত্বারোপও করেন।

১১.ইকবাল হোছাইন ইকু:- কেন্দ্রীয় কমিটি ও ঢাকা কমিটিকে ঘিরে CBF কে একটি নীতি ও বিশ্বাসের উপর মজবুতভাবে দাড়া করানোর প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করেন। তিনি আরো বলেন, সিবিএফ যাতে কোন দলের দালালী ও লেজুরবৃত্তি না করে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সিবিএফ এর নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য, কর্মসূচী-কর্মপদ্ধতী, নীতিমালার প্রতি প্রত্যেক সদস্যকে অবিচল আস্থা রেখে তার মিশন ও ভিশন বাস্তবায়নের জন্য অনলাইন ও অফলাইনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিও গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

১২.সভাপতির বক্তব্যে ওহিদুল ইসলাম শ্যামল :- সিবিএফ দেশপ্রেম, ধর্ম, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেতনা ধারণ করে। সকল ভালোর সাথে আলো হয়ে থাকবে সিবিএফ। দূর্নীতি, অসততা,হলুদ সাংবাদিকতা, তথ্যসন্ত্রাস ও নাস্তিকতার বিরুদ্ধে সিবিএফ সবসময় সোচ্চার থাকবে। তিনি আরো বলেন, আমরা সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করবো। সমাজসেবা ও দেশ সেবামূলক কর্মকান্ডে সিবিএফ সক্রিয় অংশগ্রহণ করবে সবসময়। লক্ষ্য অর্জনে সিবিএফ কে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। এজন্য সিবিএফ সদস্যদের হতে এককালীন ও মাসিক চাঁদার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সিবিএফ এ অর্থ সহায়তা দেয়ার আহবান জানানো হবে বলে তিনি বক্তব্য রাখেন।

এছাড়া, ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্লগার অজানা পথিক, ব্লগার মুজতাহিদ বাপ্পী, ব্লগার সরফূদ্দিন আহমেদ লিংকন প্রমুখ।

আরো ছবি









বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File