মুন্সিগঞ্জের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে আদিলুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১১ আগস্ট, ২০১৩, ০৯:১৬:৪০ রাত
১,
২।
৩।
৪।
আজ সিরাজদিখান উপজেলায় কমিউনিটি ব্লাগরস ফোরাম, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্দ্যেগে সকাল ১১ টায় শুরু হয় ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও পতিবাদ সভা। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগ থেকেই মুন্সিগঞ্জে বিভিন্ন থানা থেকে ব্লগার ও অনলাইন একটিভিস্টরা সম্মেলনে যোগ দিয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে। বিশেষ করে নতুন সিবিএফ এর সদস্য শরীফ আহমেদ মল্লীক, মো: সাব্বির হোসেন , হৃদয় উদ্দিন ঢালী প্রমুখ। অনুষ্ঠানে সম্ভাবনাময়ী কলামিস্ট উম্মে হাবিবা বিনতে আবদুল্লাহ ও তানহিয়া ইসলাম তন্দ্রা উপস্থিত ছিলেন। হাফেজ সোহান ঢালির সুললীত কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়। বিভিন্ন পর্যায়ে মাসিক বিক্রমপুরে প্রকাশিত ব্লগারদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন আনিসুর রহমান আবির ও হৃদয় উদ্দিন ঢালী। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকার কর্তৃক সত্য উন্মোচন করার ফলে কোনো ধরনের নোটিশ ছাড়া একাধিকবার মিডিয়া ও প্রযুক্তি বন্ধ করেদিয়েছে। তার মাঝে ২০ টি ব্লগ, ৬ হাজার ফেইজবুক আইডি ও ফ্যান পেইজ, ২০০ এর অধিক পত্রিকাসহ চেনেল-১, ডিগন্ত টিভি, ইসলামি টিভি বন্ধ করে দিয়েছে। আমারদেশ প্রেসে সিলগালা, নয়াদিগন্ত অফিসে আগুন, সংগ্রাম অফিসে বারবার তল্লাশি নামে হয়রানি সহ ডিজিটাল তান্ডব চালিয়েছে সরকারি পান্ডা। বাকশালি কায়দায় চারজন ভিন্ন মতাবলম্বী সম্পাদককে জেল ও রিমান্ডে নিয়েছে। সরকারের দুর্ণীতির তথ্য সংগ্রহের অপরাধে সাগর-রুনিকে হত্যা করা, যাত্রাবাড়িতে সাংবাদিককে অফিসে গুলিকরে হত্যা করা সহ বিভিন্ন ফ্যাসিবাদী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এছাড়া মানবাধিকার সংগঠন ‘অধিকার’ -এর সেক্রেটারী বিশিষ্ট আইনজীবি আদিলুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে কমিউনিটি ব্লগার্স ফোরাম (সিবিএফ), মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্দ্যেগে এক প্রতিবাদ সভা করা হয় ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে। সাথে সাথে তার নিঃশর্ত মুক্তি দাবী জানানো হচ্ছে।
সিবিএফ মনে করে আদিলুর রহমানকে গ্রেফতারের মাধ্যমে এই সরকার মানুষের সার্বিক অধিকারকে ভূলণ্ঠিত করেছে।
সিবিএফ সকল অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে। তাই অতি স্বত্ত্বর অধিকারের সেক্রেটারীর রিমান্ড বাতিল পূর্বক মুক্তি না দিলে কমিউনিটি ব্লগার্স ফোরাম মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পেতে রাজ পথে নামবে।
মুন্সিগঞ্জের আহবায়ক ইকবাল হোছাইন ইকুর শভাপতিত্বে ও কৌশিক হাসান সাইদ এর পরিচালনায় ঈদ পূণর্মিলনী ও পতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রখ্যাত ব্লগার শিহাব আহমেদ , শেখ রাসেল জয় , ভোরের শালিক , রমজান মাহমুদ , Anisur Rahman Abir, Anwar Hossain, Himel Mollik, হাবিবা, তন্দ্রা, শাহেদ, শাফায়েত ইভন, আবুল বারাকাত, জুই হোসেন, ফিখাত শেখ, নাইম পাঠান, নাহিদ, শ্রাবন, রানেল, তাজুল ইসলাম রাকিব, রবিন শেখ, আজিজুর রহমান প্রিন্স, বাহারুল ইসলাম টিটু, শিহাব খান মুন্না, আহমেদ নেছার, আনোয়ার হোসেনসহ অসংখ্য পেইজের এডমিন, ব্লগার, অনলাইন একটিভিস্ট, গ্রুপের এডমিন, সাহিত্যিক, রাজনৈকিত ব্যক্তিত্ব।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন