সিবিএফ এর প্লাট ফর্মে ব্লগারদের ঐক্য সময়ের দাবি
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ৩০ জুলাই, ২০১৩, ০১:৪৫:০৬ রাত
আসসালামু আলাইকুম!
আলহামদুলিল্লাহ আমরা প্রত্যক্ষ করছি সুদীর্ঘকাল ধরে অনেক বাধা-বিপত্তি, চড়াই-উৎড়াই, ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগগুলি শত ফুল ফুটিয়েছে। বহু মত, বহু দল, বহু গ্রুপ, বহু সংগঠন, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখরিত করেছে। আজ আমাদের বিশ্বে প্রযুক্তির ছড়া-ছড়ি হলেও, নাস্তিক ব্লগ বৃদ্ধি পেলেও ইসলামি ব্লগের সংখ্যা নেই বললেই চলে। যাই ছিল এসবি ব্লগ তাও বর্তমান সরকারের সংকির্ণ মানসিকতা, রুদ্ধচিন্তা ও বাকশালী নখরের নীচেই রয়ে গেল। অস্তমিত হল একটি নতুন সূর্য, একটি স্বপ্ন, একটি আন্দোলন, একটি মুক্তমতের প্লাট ফর্ম।
রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, মুক্তিযোদ্ধের চেতনার মিথ্যা দাবিদার, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, তথাকথিত সুসিল সমাজ, মিথ্যা দেশ প্রেমিকের বেসাতি, স্বার্থসন্ধানী মিডিয়া, হলুদ/র-মোসাদের এজেন্ট মিডিয়া, সকলেরই দাড়িয়েছে আমাদের ভাবনার খেরোখাতা।
এই আক্রমণকে একা রুখবার দিন ফুরিয়ে গেছে। এখন সময় এসেছে কাঁধে কাাঁধ মেলাবার। ঐক্যবদ্ধ হওয়ার, ভেদাভেদ ও মতবাদ ভুলার। এটিই সঠিক সময় ইসলাম ও দেশ প্রেম নিয়ে ঐক্যবদ্ধ হবার। তাই আসুন লেখার খাতাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করি। রক্ষা করি দেশ ও ইসলাম প্রেমিকের হাতের কলমকে। আমাদের ইচ্ছা, আমাদের শক্তি, আমাদের সুপ্ত মেধা, আমাদের সুপ্ত প্রতিভা, আমাদের কন্ঠ, আমাদের চিন্তা আমরা অন্ধকারের শক্তির পায়ে সমর্পন করবো না ইনশাআল্লাহ।
তাই সকল দিক বিবেচনা করে এই যুদ্ধে আমরা সকল মুক্ত চিন্তার ব্লগারদের একত্রিত করার চেষ্টা করছি। সেই যুগান্তরারি প্লাটফর্ম হচ্ছে সিবিএফ। আমি সিবিএফ এর একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ সাথেই থাকুন।
বিষয়: বিবিধ
১৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন