কমিউনিটি ব্লগারস ফোরামের সদস্য হওয়ার পূর্বশর্ত (প্রস্তাবিত)

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৬ জুলাই, ২০১৩, ০৯:৩৬:২৪ রাত

আলহামদুলিল্লাহ

আমরা সিবিএফ সম্পর্কে জানব



ক্যাপশন:- কেন্দ্রীয় কমিটির বৈঠক (ফাইল ফটো)

আমরা অনেকে বিভিন্ন প্লাট ফর্ম হন্ন হয়ে খুঁজছি। বিশেষভাবে ব্লগারদের নিয়ে বিভিন্ন সংগঠন। আমার ব্লগিং জগতের যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত স্থায়ী কোনো সংগঠন লক্ষ্য করিনি যেটি তার অভিষ্ঠ লক্ষে পৌঁছতে সক্ষম হয়েছে। তবে আমি আশাবাদী আমাদের সিবিএফ সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম। আমরা জানি কোনো স্বার্থকে সামনে রেখে সেটি বেশিদিন অগ্রসর হয়না। তাই যেহেতু আমাদের সিবিএফ ইসলাম ও দেশ প্রেমকে উদ্দেশ্য করে এগিয়ে যাচ্ছে তাই আমি এর প্রতি অগাধ বিশ্বাস রাখলাম। আমার সিবিএফ এ আসার কারণ (কেন আমি সিবিএফ এর সদস্য হলাম?

------------------------

১. ব্লগিং জগতে যারাই আমার খুব কাছের সকলকেই এই প্লাট ফর্মে কর্মরত পেলাম।

২. একমাত্র বাংলাদেশের শক্তিশালী আস্তিক ব্লগারস সংগঠন হিসেবে সিবিএফকে পেলাম তাই।

৩. আমার বিপদ-আপদে সব মসয় সিবিএফ এর বন্ধুরা কাছে থাকেন যা অন্য কোনো সংগঠনে পাইনা।

৪. দেশ ও ইসলাম দুটির সমন্বয় হিসেবে সিবিএফ কাজ করছে যা আমার কাঙ্খিত লক্ষ্য।

৫. সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহিত করা হয় এই সংগঠন থেকে।

৭. সংগঠিত হয়ে লেখালেখি করার প্রতি উৎসাহিত করা হয়ে থাকে এখান থেকে।

৮. বন্ধ মিডিয়া চালু করে দেয়ার জন্য আন্দোলন করে তাই আমার কাছে এই সংগঠন অগ্রগণ্য।

৯. নির্যাতিত সাংবাদিক ও ব্লগারদের পক্ষে অবস্থান নিয়েছে তাই আমাকে সিবিএফ এর কাতারে সামিল হতে প্রেরণা যুগিয়েছে বহুলাংশে।

১০. কোনো রাজনৈতিক দলের দালালি ও লেজুরবৃত্তি থেকে মুক্ত।

১১. দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার ভূমিকায় অবতির্ণ হয়।

১২. সবচেয়ে বড় কথা হল নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর সুযোগ অবারিত।

১৩. আজকে আমার এতটুকু পরিচিতির পেছনেও সিবিএফ অনেকাংশে দায়ী।

১৪. অনলাইন জগতটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখিয়েছে এই সিবিএফ।

১৫. চরম সাহসিকতা প্রকাশের ক্ষেত্র তাই সদস্য হলাম নির্দিধায়।

-আসাকরি বন্ধুরা সিবিএফ সম্পর্কে সম্যক ধারণা লাভ হবে।)

কমিউনিটি ব্লগারস ফোরামের সদস্য হওয়ার পূর্বশর্ত (প্রস্তাবিত)

১। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার বসবাস বাংলাদেশের যে কোন প্রান্তে বা পৃথিবীর যে কোন দেশে হতে পারে।

২। স্বনাম ও ছদ্মনাম উভয় নিকের ব্লগার গ্রহণযোগ্য। তবে কোন পাবলিক ফিগারের নামে (যিনি আসলে আপনি না) ব্লগ নিক অগ্রহণযোগ্য।

৩। ব্লগের ভাষা বাংলার পাশাপাশি ইংরেজি হতে পারে। অন্য কোন ভাষা গ্রহণযোগ্য হবে না।

৪। যে কোন প্ল্যাটফর্মের (কমিউনিটি/ব্যক্তিগত সহ ফেইসবুক ইউজার, ওনলাইন একটিভিস্ট) ব্লগার সদস্য হতে পারবেন।

৫। ফেসবুকে Community Blogars Forum ( Cbblog.net) শীর্ষক ক্লোজড গ্রুপ থেকে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। এই গ্রুপের অভ্যন্তরীণ ক্রিয়া সদস্য ছাড়া অন্যদের দেখার আওতার বাইরে থাকবে। Community Bloggers Forum - CBF শীর্ষক একটি ফেসবুক পেজও থাকছে আমাদের। এটি হবে ব্লগার/পাঠকদের মিলন মেলা। গ্রুপের সদস্য থেকে শুরু করে সকল ব্লগার ও ব্লগের পাঠকরা এই পেজে থাকবেন। গ্রুপ অ্যাডমিনরাই পেজটি পরিচালনা করবেন। এই পেজটি মূলত গ্রুপের অফিসিয়াল মুখপত্র হিসেবে কাজ করবে। ব্লগারদের কথা প্রচার করবে।

৬। এই গ্রুপ/সংগঠনের সদস্য হতে হলে অবশ্যই একটি সক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক আইডিটি একই ব্লগ নিকের হতে পারে আবার নাও পারে। তবে নিজের ফেসবুক আইডির প্রোফাইলের ওয়েবসাইট ফিল্ডে নিজের ব্লগ লিংকটি অবশ্যই দিতে হবে। (ওয়েবসাইটের প্রাইভেসি অপশন 'পাবলিক' হতে হবে।) ঐ লিংকটি ভিজিট করেই আপনার সদস্যপদ বিবেচনা করা হবে। একজন ব্লগার একবারই একটি মাত্র ফেসবুক আইডি থেকে আবেদন করতে পারবেন।

৭। সদস্য সংখ্যা বাড়িয়ে গ্রুপ বড় করে দেখানো আমাদের লক্ষ্য না। প্রকৃত/নিয়মিত/সক্রিয় ব্লগারদের একত্রিত করে দেশ ও ইসলাম প্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

৮। আবেদন গৃহীত হওয়া ব্লগারদেরকে একটি করে সদস্য নাম্বার দেয়া হবে। ব্লগারদের নাম/নিক, সদস্য নাম্বার ও ব্লগ লিংক গ্রুপের ব্লগার ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এই ডাটাবেজটি গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেজে উন্মুক্ত থাকবে। ফলে সহজেই পাঠকরা গ্রুপের ব্লগারদের সন্ধান পাবেন। (এটি অপশনাল)

৯। গ্রুপের সর্বাধিক সক্রিয় সদস্যরাই গ্রুপ ও পেজের অ্যাডমিন/মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য যেন ঠিক থাকে সেদিকে নজর রাখবেন ও প্রয়োজনীয় কাজ করে যাবেন। কেউ গ্রুপের নিয়ম-নীতি ভঙ্গ করলে অ্যাডমিন/মডারেটররা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

১০। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, নিরপেক্ষ, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে প্রথম দিককার ব্লগার থেকে শুরু করে সদ্য ছয় মাস পার হওয়া হওয়া সক্রিয় ব্লগাররা থাকছেন। এই সংগঠনটি ব্লগের কথা বলবে, ব্লগারদের কথা বলবে। এটি দেশ, সমাজ ও মানুষের কথা বলবে। এটি ব্লগ ও ব্লগারদের বিপদে ব্লগ ও ব্লগারদের পাশে থাকবে। এটি ব্লগারদের বিভিন্ন দায়বদ্ধতা পূরণের স্থান। সব সদস্যদের কাছে ব্লগ, সহব্লগার, দেশ ও মানুষ হবে সব স্বার্থের ঊর্ধ্বে।

১১। ব্লগার রাষ্ট্রীয়/জাতীয়/জনগণের/ইসলামের স্বার্থ বিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবে না।

১২। ব্লগার কোন রাজনৈতিক সংগঠনের মুখপত্র বা এজেন্ডাধারী হতে পারবে না।

১৩। কোন সম্প্রদায় বা কারও বিশ্বাস নিয়ে নোংরামি করা যাবে না। পারস্পরিক দলাদলি/গালাগালি/খোঁচাখুঁচি নিষিদ্ধ।

১৪। কোনক্রমেই নাস্তিকীয়/জঙ্গিবাদ/দেশদ্রোহী/ইসলামদ্রোহী সমর্থকরা এই গ্রুপের সদস্য হতে পারবে না।

১৫। জাত-পাত-ধর্ম-কর্ম-বর্ণ-মত-বিশ্বাস-আদর্শ নির্বিশেষে এই সংগঠনের সদস্য হতে পারবেন।

১৬। গ্রুপের সদস্যদের কাছে একটি অনুরোধ থাকবে, তারা যেন গ্রুপ ও পেজের লিংক দুটি তাদের ব্লগে সংযুক্ত করেন। তাছাড়া সদস্য নাম্বারটি পাওয়ার পর নিজের ব্লগ/ফেসবুক প্রোফাইলে সদস্য নাম্বারটি উল্লেখ করতে পারেন। (যেমন: কমিউনিটি ব্লগারস ফোরাম সদস্য# ১।) সবাইকে জানিয়ে দিন আপনি একা নন, আমরা আছি আপনার সাথে। আমরা ঐক্যবদ্ধ।

১৭। যৌথ উদ্দেশ্য, যৌথ শক্তি, যৌথ কণ্ঠ মিলিয়ে আমরা যে কোন পরিবর্তন আনতে বিশ্বাসী। যারা ব্লগারদের একতাই বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন একতাই শক্তি ও সবচেয়ে ফলদায়ী, যারা ব্লগিংয়ের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের গুণগত পরিবর্তনে আগ্রহী তাদের সবাইকে কমিউনিটি ব্লগারস ফোরামে আমন্ত্রণ।

আমাদের পেইজ লিংক:- https://www.facebook.com/bdcbf

আমাদের গ্রুপ লিংক:- https://www.facebook.com/groups/cbblog.net

বিষয়: বিবিধ

১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File