ব্লগারদের সংগঠিত করা যায় কি???

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৬ জুলাই, ২০১৩, ০৩:৩১:৩৭ দুপুর

আমরা জানি পৃথিবীর আনাচে-কানাচে অনেক ধরনের সংগঠন আছে। এর কিছু নামমাত্র আবার অনেকটি বহু গুণে গুণান্বিত। সব ধরনের সংগঠনই তার নিজস্ব লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপদ্ধতি, কর্মপন্থা ও বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ পায়। এসব সংগঠন হতে পারে ভিন্ন ভিন্ন ধাচের। আমরা যারা নিয়মিত বা অনিয়মিত ব্লগার তাদের একটি সংগঠন থাকলে (সিবিএফকেই বুঝানো হয়েছে) অন্তত মাসে একবার হলেও আমরা নিজেরা আলাপচারিতার মাধ্যমে পরিচিত হতে পারি। গঠনমূলক আলোচনা করতে পারি। বিনোদনমূলক কিছু করতে পারি। জ্ঞানার্জনের জন্য আলোচনা করতে পারি। দেশ ও ইসলামের জন্য কিছু করতে পারি। ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু করতে পারি। যে কোনো ধরনের গঠনমূলক একটা সংগঠন (সিবিএফ এর ব্যানারে একত্রিত হতে পারি কিনা?) আমরা করতে পারি কিনা-মতামতের অপেক্ষায় রইলাম।

-সদস্য, কমিউনিটি ব্লগারস ফোরাম, মুন্সিগঞ্জ জেলা শাখা

-লিংক : - http://www.facebook.com/cbf.munshigonj2

আমাদের পেইজ লিংক : - https://www.facebook.com/bdcbf

গ্রুপ লিংক : - https://www.facebook.com/groups/cbblog.net/

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File