স্বপ্ন পূরণের পথে ও Masik Bikrampur

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৫ জুলাই, ২০১৩, ০২:৫৪:৫৭ রাত

আমার যতদূর মনে পড়ে ২০০৩ সালের আগ থেকে লেখালেখির জগতে প্রবেশ করি। আমার সেজু ভাই Nur Hosain এর লেখা থেকে অনুপ্রাণিত হয়ে লেখালেখি শুরু করলেও উৎসাহের অভাবে নিরুৎসাহের চাদরে কিছু দিনের জন্যে ঢাকা পড়ে যাই। আমার ছোটভাই Morad Hossain Zilani র উৎসাহ ও অনুপ্রেরণায় কিছুদিন চললেও শামুখের মত খোলসের ভেতর নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। দীর্ঘ ৩ বছর পর আবার শুরু করি টুকটাক লেখালেখি। আমার ইন্টারমেডিয়েট যামানার মানিক জোড়, সহপাঠী আসিক মোস্তফার পীড়াপীড়িতে ২০০৬ সালে মিনা মিডিয়া এওয়ার্ড প্রাপ্ত শাকিল মাহমুদের দ্বারা গঠিত ‘স্বপ্নবৃ্ত্ত সাহিত্য আসরে’ যোগ দেই। তখন আসর থেকে প্রতিযোগিতা হলে আমি প্রথম স্থান অধিকার করি। এই সময়ে আমার লেখা বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হতে থাকে। যেমন- দৈনিক বাংলাবাজার পত্রিকা, সাপ্তাহিক সোনার বাংলা, মাসিক কিশোর কন্ঠ, মাসিক আদর্শ নারী, মাসিক আলোর দ্বীপ ইত্যাদি। এপর্যায়ে আমার প্রকৃত বন্ধু Abid Azam আমাকে নিয়ে বিভিন্ন আসরে পরিচয় ঘটিয়েছে। ওখানেই যবনিকাপাত ঘটে আরেকটি ধাপের। তবে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বড় লেখক, সাংবাদিক হওয়া ও সেনাবাহীনিতে কাজ করা। ২০০৫ সাল থেকেই অনলাইন জগতে প্রবেশ করি। কিছুদিন পর বাঁধভাঙ্গার আওয়াজ সামুতে ব্লগিং শুরু করি। তবে ব্লগিং করতে বেশ মজা পেতাম এসবি ব্লগে। এই ব্লগে প্রবেশ করেই নতুন দিগন্তের উন্মোচন করি আমার সাহিত্যের জগত। এর পাশাপাশি আমার ব্লগ, আমার বর্ণমালা ব্লগ ও ওপেস্টেও ব্লগিং চলতে থাকে আমার। যাই হোক ২০০৬ সাল থেকেই মাহমুদুর রহমানের কলাম পড়া শুরু করি। তখন থেকেই শতাব্দীর শ্রেষ্ঠ কলামিষ্ট মাহমুদুর রহমানের ভক্ত হয়ে যাই। যখন তার গুরু আতাউস সামাদ মারা যান তাকে নিয়ে তিনি একটি লেখা দিয়েছিলেন। ওটি পড়ে মাহমুদুর রহমানের তেজ দেখে আমি নিজের সুপ্ত, মেধা, সুপ্ত প্রতিভা ও ব্যাক্তিত্বের বিকাশ ঘটানোর কাজে নেমে পড়ার ইচ্ছা প্রকাশ করি।

আমি এখনও প্রস্তুতি নিচ্ছি মাত্র লেখালেখি করার জন্য। তবে আশা করি আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ এবার আর আমার কলম থামবেনা। বর্তমানে মাসিক বিক্রমপুরের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেয়ায় সিদ্ধান্তে বৈপ্লবীক পরিপর্তন সাধন করি।

------ ইকবাল হোছাইন ইকু

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File