মানসিকতা কিভাবে বড় করা যায়

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৮ জুন, ২০১৩, ০৮:০১:০৯ সকাল

পৃথিবীর ৮৭% লোক মানসিকতার / এটিচুডের কারণে সফল হয়। আর এই অধরাকে ধরার জন্য, সোনার হরিণকে পাওয়ার জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হবেনা। শুধু প্রো-একটিভ অর্থাৎ পজিটিভ মাইন্ডেড হলেই হল। অর্ধেক পানিওয়ালা গ্লাসকে যদি কেউ বলে গ্লাসটি অর্থেক খালি আছে তাহলে সে নেগেটিভ অন্য কেউ যদি বলে অর্ধেক পানি পূর্ণ আছে তাহলে সে পজিটিভ মাইন্ডেড। আর এই পটিভ মাইন্ড থেকেই প্রো-একটিভের জন্ম। প্রো-একটিভ থেকেই মানসিকতা বিশাল করা যায়। এর দরুনই সফলতা অর্জন করা যায়। সফলতা হচ্ছে- কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য্য সহকারে কর্মের প্রতিকূলতাকে অতিক্রম করাই হচ্ছে সফলতা। প্রো-একটিভ হওয়ার জন্য ৫ টি জিনিস অন্যকে দিতে হবে। যেমন:-

1.Respect (সম্মান)

2.Influence (উৎসাহ)

3.Help (সহযোগিতা)

4.Gratitude (কৃতজ্ঞতা)

5.Experience (অভিজ্ঞতা)

এবার আসল কথায় আসি কিভাবে মানসিকতা বড় করব:-

১. ইমাজিনেশন করতে হবে

২. মেডিটেশন করতে হবে

৩. মটিভেশনাল বই পড়তে হবে

৪. অভিজ্ঞ, জ্ঞানী এবং উচু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে মিশতে হবে

৫. যারা বড় বড় স্বপ্ন দেখে তাদের সাথে মিশতে হবে

৬. যারা গোছালো, লক্ষ্য-উদ্দেশ্য আছে, পজিটিভ, ক্রিয়েটিভ, ও প্রো-একটিভ তাদের সাথে মিশতে হবে

৭. বড় ও প্রশস্ত রাস্তায় যেতে হবে

৮. সমুদ্রে যেতে হবে

৯. বড় সমাবেশ, মিছিল, মেরাথন ট্রেনিং ও বড় হাট-বাজারে যেতে হবে

১০. মটিভেশনাল সিডি, ভিসিডি, ডিভিডি দেখতে হবে

১১. সেলিব্রেশন প্রোগ্রামে যেতে হবে

১২. ইনটারনেট সার্স করতে হবে

১৩. উইকিপিডিয়া ও বিভিন্ন ব্লগ সাইটে ব্যপক ঘাটাঘাটি করতে হবে

১৪. পাহার পর্বতে যেতে হবে

-ইকবাল হোছাইন ইকু

সূত্র : - https://www.facebook.com/equeiqbal/posts/481195395299754?comment_id=65193418&offset=0&total_comments=2¬if_t=feed_comment

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File