বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যক্তিত্বের বিকাশ
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২০ জুন, ২০১৩, ১১:০৮:৪৫ রাত
Personality part-1
ব্যক্তিত্বের পূর্ব কথা:-
আমরা জানি মানুষ বলতে মানবতা নয়; কিন্তু মানবতা বলতেই মানুষ। মনবীয় গুণে গুণান্বিত ব্যক্তিই মানবতার ধারক ও বাহক। ব্যক্তি বলতে ব্যক্তিত্ব নয়; কিন্তু ব্যক্তিত্ব বলতেই ব্যক্তি। আর তাই ব্যক্তি বলতে কোনো সাধারণ একজন মানুষকে বুঝায়।
এানুষ যেখানে ব্যক্তিত্ব ও মানবতা সেখানে। কিন্তু মানুষ যেখানে নেই; ব্যক্তিত্ব ও মানবতা সেখানে নেই। মানব জীবনের সবকটি গুণাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ব্যক্তিত্ব ও মানবতা। আর ব্যক্তিত্বের বিকাশ ঘাটানোর জন্য ব্যক্তি স্বধীনতা প্রয়োজন। কারণ সুপ্ত মেধা, সুপ্ত ক্ষমতা, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর নামই ব্যক্তিত্ব বিকাশ।
জীবন ধারণের পক্ষে যেমন খদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি অপরিহার্য তেমনি জীবন যাপনের জন্যও ব্যক্তিত্ব অপরিহার্য। ব্যক্তিত্ব বলতে আমরা সাধারণত বুঝি আমাদের নিজস্ব সত্তার যে সমস্ত গুণ আছে সেগুলোকে সুষ্ঠ বিকাশের সঠিক পথে চালানো। অর্থাৎ এক কথায় নিজস্ব গুণাবলীর প্রকৃত প্রতিফলন ঘটানো। মানব জীবনের প্রতিটি পদক্ষেপেই এর প্রয়োজন রয়েছে। আবার ব্যক্তিত্ব বলতে কিন্তু উচু কণ্ঠস্বর, ভাবভঙ্গি, দৃষ্টি, চেহারা ও অস্বাভাবিক উচ্চতাকে/শরীরকে বুঝায়না।
ব্যক্তিত্ব যা:-
১.ব্যক্তিত্ব হল এমনই কোনো সীলমোহর যার ছাপ আমরা মানুষের উপর রেখে যাই। ব্যক্তিত্ব হল কার্যকরী সম্পদ।-হারর্বার্ড ক্যাশন
২.ব্যক্তি জীবনের ব্যক্তিত্বের সীমারেখা নির্ধারিত হয় কথাবার্তায়, আচার-আচরণে, চালচলনে, ধ্যান-ধারণায় ও মন-মানসিকতায়।
৩.সাফল্যের চাবীকাঠি
৪.চৌম্বক শক্তি
৫.অগ্রণী শক্তি বা এগিয়ে নেয়ার শক্তি
৬.মানুষের চালনা শক্তি
৭.একটি আদর্শ, একটি দর্শন
৬.রিত্রিক গুণাবলী
ব্যক্তিত্ব হীনতা যা ঘটায়:-
১.ব্যক্তিত্বহীনদের আত্ম-নিয়ন্ত্রণ থাকেনা
২.আত্ম-নির্ভরশীল হতে পারেনা/পরনির্ভরশীল হয়ে পরে
৩.আত্ম-জ্ঞান, আত্ম-শিক্ষা, আত্ম-উপলব্দি থাকেনা
৪.আত্ম-বিশ্লেষণ, আত্ম-সমালোচনা, আত্ম-জিজ্ঞাসা ও আত্ম-শুদ্ধি করতে পারেনা
৫.আত্ম-ত্যাগের মন-মানসিকতা হারিয়ে ফেলে
৬.আত্ম-সম্মান করেনা
৭.মানবতা লোপ পায়
৮.ইচ্ছা, স্বপ্ন, লক্ষ্য হারায়
৯.ভয় পায়
১০.নমন্যতায় ভোগে
১১.কর্মদক্ষতা হারায়
১২.সর্বোপরি ব্যর্থ হয়
ব্যক্তিত্ব অর্জনের ফলে যা হয়:-
১.সমস্ত বাধা, ভয়, হীনমন্যতা, দুশ্চিন্তা, সন্দেহ, ঘৃণা, ঈর্ষা, হতাশা, ক্ষতি, ব্যর্থতা, কদর্যতা, তিক্ততা, কষ্ট, অশান্তি ইত্যাদি দূর/জয় করা যায়
২.প্রয়োজনের সময় কর্তৃত্বের অবস্থা দান করবে। ব্যক্তিত্বের শক্তি আপনার ধারণার বাইরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
৩.গ্রহণযোগ্যতা লাভ করা যায়
৪.প্রতিষ্ঠিত হওয়া যায়
৫.প্রভাব বিস্তার করা যায়
৬.নেতৃত্ব দেয়া যায়
৭.জনপ্রিয় হওয়া যায়/ খ্যতি লাভ হয়
৮.সাফল্য পাওয়া যায়
৯.শ্রদ্ধা পাওয়া যায়
১০.ক্ষমতা দখল করা যায়
১১.বন্ধু লাভে সহায়ক হয়
১২.বেচে থাকার আনন্দ পাওয়া যায়
১৩.নিজেকে জানা/ আবিষ্কার করা যায়
১৪.ন্ধভাবে ভুল করার হাত থেকে রক্ষা করবে
ব্যক্তিত্ব:-
আভিধানিক অর্থ-ব্যক্তি বিশেষের বৈশিষ্ট, স্বপ্রধান্য, আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিগত অবস্থা, বিশেষভাবে খ্যাতিমান, কোনো ব্যক্তির শারীরিক বৈশিষ্ট, স্পষ্টতা, পার্থক্য ইত্যাদি। personality, individualism, distinctness
ব্যক্তিত্ব গঠন:-
১.প্রখর বাস্তব বুদ্ধি, চতুরতা ও সহিষ্ণুতা থাকলে পুঁথিগত শিক্ষা না থাকা সত্তেও ব্যক্তিত্ব পূরণে বাধা হবে না। কারণ ব্যক্তিত্ব ধীরে ধীরে গড়ে উঠে। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়।
২.আমাদের সহজাত ক্ষমতাকে নমনীয় করে তুলতে হবে। নমনীয় করতে হবে তার ইচ্ছা, বাসনা, আবেগ আর কল্পনাকেও। আর এই পথধরেই ব্যক্তিত্বকে গঠন করতে হয়্।
চলবে-ইকবাল হোছাইন ইকু
সূত্র https://www.facebook.com/equeiqbal/posts/477940982291862?notif_t=like
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন