Community Bloggers Forum, Munshigonj ::16 তারিখ বৃহস্পতিবার 9.30 মিনিটে মুন্সিগঞ্জে ব্লগার প্রতিনিধি সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হবে::
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১৪ মে, ২০১৩, ১১:৫৪:১০ রাত
Community Bloggers Forum, Munshigonj
::16 তারিখ বৃহস্পতিবার 9.30 মিনিটে মুন্সিগঞ্জে ব্লগার প্রতিনিধি সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হবে::
-------------------------------------------
ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও স্বাধীন-সার্বভৌম, অখণ্ড বাংলাদেশে বিশ্বাসী ব্লগারদের নিয়ে মুন্সিগঞ্জে আগামি বৃহস্পতিবার সকাল 9.30 মিনিটে ব্লগার প্রতিনিধি সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হবে। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়ে ব্লগাররা ব্লগিং, সামাজিক দায়বদ্ধতার বিষয়ে নিজেদের সুচিন্তিত, বিচক্ষণ ও সৃজনশীল মতামত তুলে ধরবেন। প্রতিনিধি সম্মেলনে বিশিষ্ট ব্লগার, সাংবাদিক, সংগঠক, সমাজকর্মী, কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট, বাংলার অনলাইন আন্দোলনের অগ্রদূত ও সিপাহলার সরোজ মেহেদীসহ তাবড় তাবড়, ডাকসাইটে ও স্বনামধন্য ব্লগারবৃন্দ উপস্থিত থাকবেন। আপনিও আপনার অবস্থান থেকে আমাদের প্লাটফর্মে যোগ দিতে পারেন।
১.যারা ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চান।
২.অনলাইন ও ফিল্ডে যারা দেশাত্ববোধে উদ্বোদ্ধ হয়ে আন্দোলন করতে চান।
৩.নির্জাতিত মিডিয়ার প্রতি সমবেদনা জানিয়ে চেনেল ওয়ান, শীর্ষনিউজ, শীর্ষকাজগ, আমারদেশ, আমার বর্ণমালা ব্লগ, সোনার বাংলা ব্লগ, দিগন্ত টিভি, ইসলামী টিভি সম্প্রচার চালু, মাহমুদুর রহমানের মুক্তি, সাগার-রুনি হত্যার বিচারসহ যেসমস্ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা খারিজ করার আন্দোলনে জড়িত হতে চান।
৪.যারা দেশ ও ইসলামকে ভালবেশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান তাদের জন্য আমাদের এই কমিউনিটি ব্লগার ফোরাম।
সম্মেলনে আসতে যোগাযোগ করুন মুন্সিগঞ্জের আহবায়ক- ইকবাল হোছাইন ইকু (eque) - 01728215022
টঙ্গিবাড়ি থানার আহবায়ক রাসেল জয়-০১৯২৬০৪৫৫২৫
শ্রীনগর থানার আহবায়ক সাইফুল-০১৯১৯৬৬০৬৫০
গজারিয়ার তানভীর-০১৯২১৩৫০৭৭০
সিরাজদিখানের বাহার-০১৭১১০১৪৫৮৫
সদর থানার আহবায়ক রমজান মাহমুদ-০১৯১৩৯৯৬৮৭২
সদর থানার শিহাব-০১৭৪৮৪৬০০১৪
এছাড়াও ভ্রমণ করতে পারেন আমাদের গ্রুপ
https://www.facebook.com/groups/cbblog.net
আমাদের ফ্যান পেইজ
https://www.facebook.com/bdcbf
যারা যারা আমাদের সাথে যুক্ত হতে ও সম্মেলনে যোগ দিতে চান তারা অবশ্যই অবশ্যই বিষয়টি শেয়ার করতে ভুল করবেননা বিভিন্ন গ্রুপে, পেইজে ও নিজের ওয়াল/টাইমলাইনে। ধন্যবাদ সকলকে।
Caption:- রাজধানীর তিন তারকা ‘হোটেল প্রিন্স’-এ জাতীয় ব্লগার প্রতিনিধি সম্মেলন, ৪ মে, শনিবার, ২০১৩
https://www.facebook.com/photo.php?fbid=176931525799215&set=a.167454096746958.1073741828.167450323414002&type=1&ref=nf
বিষয়: রাজনীতি
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন