এখনো কেন ইসলামী দলগুলো এক হচ্ছেনা?

লিখেছেন লিখেছেন মাহমুদুলহাসান ০৬ মার্চ, ২০১৩, ১২:৩৪:৪৮ দুপুর

এখনো কেন

ইসলামী দলগুলো এক

হচ্ছেনা?

কেয়ামতের দিন

অনেকেই আফসোস

করে বলবে "আল্লাহ!

যদি আরেকবার

দুনিয়ায়

যেতে পারতাম!"

কিন্তু তা কখনোই

সম্ভব হবেনা।

আমরা দেখতেছি সব

বিপদ

তো যাচ্ছে জামাত-

শিবিরের উপর

দিয়ে।

এতে আমাদের

মাঠে নামার

প্রয়োজন কি!

নাকে তেল

দিয়ে ঘুমাই!

না। এমন

ধারণা আসলে শুভ

লক্ষণ নয়।

জামাত-শিবিরের

পর

কিন্তু তাদের

টার্গেট

হবে অন্যান্য

ইসলামী দল।

যেহেতু তাদের মূল

টার্গেট

হচ্ছে ইসলামী রাজনীতি ধ্বংশ

করা।

সুতরাং এক্ষুনি ঐক্যবদ্ধ

হওয়ার সময়।

সম্মিলিত

শক্তি দিয়ে বাতিল

শক্তির সফল

মোকাবেলার সময়।

এই

সুযোগে জনসমর্থন

নিয়ে অতি শীঘ্রই

খেলাফত কায়েমের

সময়।

এখনো যদি আমরা ছোটখাটো মত

পার্থক্য

ভুলে গিয়ে ঐক্যবদ্ধ

না হই

তাহলে কেয়ামতের

দিনের

মতো অবস্থার

সৃষ্টি হবে। হাজার

বার বিলাপ করেও

কাজ হবেনা। তাই

সময় থাকতে সাধু

সময়ের কাজ

করা ভালো।

আশা করি যে কোন

ধার্মিক মুসলিম

লেখাটি বিবেচনায়

রাখবেন।

ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File