সংবাদ পরিবেশন বনাম সংবাদ তৈরীঃ মিডিয়ার কাজ কোনটি?
লিখেছেন লিখেছেন জহাসানজয় ২৭ মার্চ, ২০১৩, ১০:৪১:৫৯ রাত
বাংলাদেশে অর্ধ-সহস্রাধিক সকল ধরনের মিডিয়া রয়েছে।
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, অডিও-ভিজ্যুয়াল মিডিয়া।
এগুলো আবার অন্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বিভক্ত।
মজার বিষয় হলো সংবাদ পরিবেশন এ একই ঘটনার বর্ননায় বহুবিধ পার্থক্য লক্ষ্য করা যায় এদের সংবাদে।
২৬/০৩/২০১৩ তে বাংলাদেশের "বহুল প্রচারিত" একটি দৈনিকের খবর এর সারাংশ
"রাজধানীর মগবাজারে হরতালের সমর্থনে শিবিরের ৩০-৪০ জনের একটি দল মিছিল করার চেষ্টা করলে পুলিশ গুলি ছুরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে শিবিরের ২১ জন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়। আহত হয় শতাধিক। ঘটনা স্থল থেকে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে।
বিশ্লেষণ:
০১। মিছিলটি ছিলো শিবিরের স্বাধীনতা দিবসের রেলি। হরতালের সমর্থনের কোন মিছিল না।
০২। সংবাদে ৩০-৪০ জন উল্লেখ করা হলেও তাদের এই সাংবাদিকের অংক জ্গানের বেশ দূর্বলতা দেখা যাচ্ছে। কারন-
গুলিবিদ্ধ = ২১ জন
আহত শতাধীক = ১০১ জন (কমপক্ষে)
গ্রেফতার = ১৩ জন
---------------------------------------
সর্বমোট = ১৩৫ জন
তাদের সংবাদেই হিসাব করলে পাওয়া যায় ১৩৫ জন আর তারা উল্লেখ করলে মাত্র ৩০-৪০ জন। যদিও প্রকৃত উপস্থিতির সংখ্যা ছিলো কয়েক হাজার।
সংবাদ তৈরি নয়, সঠিক পরিবেশনাকে গুরুত্ব দিন।
এরকম আরও অসংখ্য ঘটনার বর্ননা আপডেট সহকারে চলবে ........
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন