অন্ধকারময় ঢাকা বিশ্ববিদ্যালয়
লিখেছেন লিখেছেন জহাসানজয় ০৯ আগস্ট, ২০১৩, ১১:০৭:৩৩ রাত
দিন কিংবা রাত, সব সময়ের আলো ঝলমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই আজ ঈদের রাতে অন্ধকার নেমে আসে।শুরু হয় আতংক। শুরু হয় ছুটা ছুটি।
আজ রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে নিমজ্জিত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শুক্রবার সন্ধ্যার পর থেকেই মধুর ক্যান্টিনসহ সারা ক্যাম্পাসে জুড়ে ঈদ আনন্দ উদযাপনের জন্য জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ। কিন্তু ঘণ্টার ওপরে লোডশেডিংয়ে অসহায় হয়ে পড়েন তারা। এ সময় তারা দেখতে পাচ্ছিলেন না একে অপরের মুখ।
এ নিয়ে বিভিন্ন জনকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। মধুর ক্যান্টিনে দেখা যায়, মোমবাতির আলো দিয়ে আড্ডা দিচ্ছেন শিক্ষার্থীরা। অনেকে মন্তব্য করেন, বিলবোর্ড দখল করে বিদ্যুৎ উৎপাদনের ফিরিস্তি জনসম্মুখে তুলে ধরলেও ঈদের দিনে এ ঘটনা দুঃখজনক।
এ সময় ক্যাম্পাসের সকল রোডলাইটও বন্ধ ছিলো।
আতংক বিরাজ করলেও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে ছাত্র-ছাত্রী, স্টাফ, ভ্রমন পিপাসু মানুষের বিরক্তির পরিমান ছিলো সীমাহীন।
বিষয়: বিবিধ
১৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন