সন্তানদের স্পর্শ ছাড়াই আর একটি ঈদ বেগম খালেদা জিয়ার
লিখেছেন লিখেছেন জহাসানজয় ০৯ আগস্ট, ২০১৩, ১১:২৪:০২ সকাল
তিনি বাংলাদেশের তিন বারের প্রধান মন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী কিংবা ক্ষমতাধর। তার দ্বারা দেশের পরিবর্তন সাধিত হয়েছে অনেক কিছুর।
তিনি আর কেউ না। তিনি বেগম খালেদা জিয়া।
তিনি তারেক আর কোকোর মা।
এক এক করে অনেক গুলো বছর তিনি সন্তান বঞ্চিত হয়ে ঈদ করছেন। মন চাইলেও কাছে পান না নিজের সন্তান দের।
তার আশে-পাশে যারা তারাও অনেক সময় ভূলে যান তিনি ম্যাডাম খালেদা জিয়া নন, তিনি একজন মা খালেদা জিয়া।
তারেক স্বপরিবারে ঈদ করছেন যুক্তরাজ্যে। আর কোকো সিঙ্গাপুরে।
ছেলে বউ, নাতনী কেউ কাছে নেই। ঈদের দিনের খুনসুটি করার ও কেউ নেই আপনজনদের মধ্যে।
এভাবেই দেশের জন্য ব্যক্তিগত স্বাদ-আহ্লাদ বিসর্জন দেন তিনি।
আজও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি ঈদ শুভেচ্ছা জানাবেন অতিথিদের।
হয়তিা স্কাইপিতে কথা হবে ছেলেদের সাথে ও।
কিন্তু মায়ের স্পর্শ যে আরও একটি ঈদের অধরাই থেকে যাবে সন্তানদের।
মা খালেদা আরও একটি ঈদ পার করবেন সন্তানদের ছোয়া ছাড়াই।
নিউজইভেন্ট ২৪ ডট কম/আগস্ট ০৯, ২০১৩/১১:০৫/জুহা
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন