জামায়াত-শিবির এতো শক্তি পায় কোথায়?

লিখেছেন লিখেছেন জহাসানজয় ১৭ জুলাই, ২০১৩, ০৭:৩৫:১৯ সন্ধ্যা



টানা চারদিন হরতাল এই সরকারের আমলে ১৮-দলীয় জোটও দিতে সাহস পায় নাই।অথচ জামায়াত তা দেখালো সাফল্যের সাথে।

দলের প্রায় সকল শীর্ষ নেতা কারাবন্দী। যারা বাহিরে তারা আত্মগোপনে। কমান্ড কোথা থেকে আসে তাও অনেকে নিশ্চিত না।

মিছিল করলেই পুলিশের গুলি। ধরা পড়লেই রিমান্ড। জামিন পেলে আত্মগোপন।

ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকা যায়না। বাড়ি থাকা যায়না। পরিবারের সদস্যদের সাথে দেখা করা যায় না। প্রিয়তাম স্ত্রী, মা, ছেলে মেয়ে কারে সাথে ঠিকমত সময় দিতে পারে না।

১৮-ঘন্টা নিরাপত্তহীন।

এরকম একটা সংগঠন জামায়াত-শিবির।

সরকারের কিছু মন্ত্রী মাঝে মাঝে বানী দেন-জামায়াত শিবিরের শক্তি শেষ।

তারপরেই দেখা যায় আরও অধিক শক্তি নিয়ে তারা মাঠে-ময়দানে।

কোথায় পায় তারা এতো শক্তি?

সরকার তাদের শক্তির খোজ পায় না কেনো?

এ শক্তি যখন আরও জাগবে, তখন কি হবে?

বাংলাদেশের অন্য দলগুলো তো ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক।

জামায়াতের নেতারা একের পর এক ফাসিঁ কাষ্ঠে যাচ্ছে আর তাদের কর্মীরা অকাতরে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে আসছে।

নেতা শেষ হলেও শেষ হচ্ছে না জামায়াত-শিবির।

বিষয়: বিবিধ

১৮৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File