জামায়াত কি বুঝে জামায়াতের কদর?
লিখেছেন লিখেছেন জহাসানজয় ০৮ জুন, ২০১৩, ১১:০৮:১৫ রাত
আজকেও আওয়ামীলীগ সাধারন সম্পাদক বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি এখন তাদের প্রধান প্রতিপক্ষ না। তিনি বলেন "জামায়াত হচ্ছে আওয়ামীলীগের বিকল্প ও প্রতিপক্ষ।
প্রশ্ন হলো জোট-মহাজোটে জামায়াতের যে দাম তা জামায়াত নিজে বুঝে কিনা?
জামায়াতের আনুগত্য পরায়ন নির্যাতিত, নিহত-আহত, গৃহহীন-গৃহ ছাড়া, কারাবন্দী, রিমান্ড ভোগী লাখো লাখো কর্মীদের সংগ্রামী ময়দানী ভাষা জামায়াতের নীতি নির্ধারকরা বুঝেন কিনা?
বিয়াল্লিশ বছর ধরে এক জায়গায় ঘুরপাক খাওয়া জামায়াত তাদের যতটুকু অর্জন তা আয়েসী ভঙ্গীতে আর কতকাল অন্যের পায়ে তুলে দিবে?
এখন মতপ্রকাশের অনেক রাস্তা। নীতি নির্ধারকদের ভুল কিংবা গতানুগতিক সিদ্ধান্তের চূলচেরা বিশ্লেষন সমর্থকরা অনেক ভাবেই করতে পারে।
দেরীতে বুঝলে, ফিরে আসার সুযোগ শেষ হয়ে যায় অনেকাংশেই।
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন