জোটের রাজনীতি ও ছাত্রঐক্যজোট
লিখেছেন লিখেছেন জহাসানজয় ১৩ এপ্রিল, ২০১৩, ১১:১৩:৩১ রাত
বাংলাদেশের রাজনীতি এখন জোটবদ্ধতার রাজনীতি।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি "একলা চলোরে" নীতিকে উপেক্ষা করে প্রায় সকল রাজনৈতিক দল কোন না কোন জোটের সাথে প্রকাশ্যে কিংবা পর্দার আড়ালে সম্পর্ক রক্ষা করে চলে।
জোটবদ্ধতার সুবিধা নিয়ে যে সকল রাজনৈতিক দল আলাদা ভাবে কোন জনসমাবেশ করার সাহস পায়না, তাড়া ও মন্চে উঠে জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার সুযোগ পায়।
১৮ দলীয় জোটে ও এরকম দলের সংখ্যা নেহায়েত কম নয়।
যে কোন রাজনৈতিক আন্দোলনের সফলতা নির্ভর করে তারুণ্যের সম্পৃক্ততার উপর।
বাংলাদেশের রাজনীতিতে তারুন্য সমপৃক্ততায় প্রধান তিনটি দল: আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াত লক্ষনীয় অগ্রগতি অর্জন করেছে।
সরকারী ১৪ দলীয় জোটের অন্য শরিক দলগুলোর ও ছাত্র কিংবা যুব সংগঠন আছে। এবং তাড়া অনেকটা জোটবদ্ধ কিংবা সহাবস্থান করে থাকে। তাদেরই সম্মীলিত প্রয়াসের ফসল হলো শাহবাগ আন্দোলন।
১৮দলীয় জোটে বলতে গেলে ছাত্র সংগঠন মাত্র ০৩ টি। বাকীদের অবস্থান তেমন একটা পরিলক্ষিত হয়না। ছাত্রদল, ছাত্রশিবির, খেলাফত ছাত্র আন্দোলন।
সরকারীজোটের ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধ আন্দোলন করতে পারলে ও বিরোধী ১৮ দলীয় জোটের ছাত্র সংগঠনগুলো বিশেয় করে ছাত্রদল ও ছাত্রশিবির জোটবদ্ধ আন্দোলন করতে পারছে না।
বিরোধীদলীয় নেত্রীও এব্যাপারে কখনও কোন উদ্যোগ নিয়েছেন বলে শুনা যায়নি।
কঠিন সময়ে জামায়াতকে বাচিঁয়ে রেখেছে ছাত্রশিবির।
যদি ছাত্রদল ও ছাত্রশিবির ঐক্য গড়ে তোলে কোন আন্দোলন করেত পাড়ে তা মূল রাজনৈতিক দলগুলোর জন্যই সহায়ক হবে।
ঐক্য গড়ার ক্ষেত্রে বাধাগুলো কি তা বের করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১৮দলীয় জোটের মনে রাখা উচিৎ ছাত্র এবং যুব সম্পৃক্ততা ছাড়া কোন আন্দোলন সফল হয়না। ইতহাস বলে ৫২, ৭১, ৯০-সকল আন্দোলনের সফলতা ছাত্র এবং যুব সম্পৃক্ততার মাধ্যমেই এসেছে।
বিষয়: রাজনীতি
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন