অত্যাধুনিক মিডিয়ারা আমার কৌতুহলটি কখনোই মেটায় না ।
লিখেছেন লিখেছেন ইচ্ছে দেয়াল ১৮ মার্চ, ২০১৩, ০৫:৫৯:৩১ বিকাল
হাত-পায়ের রগ বা টেন্ডন কেটে দিলে শুনেছি
স্থায়ী পঙ্গুত্ব বরন করতে হয় মানুষকে।
শুনেছি জামায়াত-শিবিরের কর্মীরা এ কাজে খুবই সিদ্ধহস্ত ।
আমার অনেকদিনের কৌতুহল
জামায়াত-শিবিরের কাছে হাত-পায়ের রগ হারিয়ে চির পঙ্গুত্ব বরন করা কাউকে দেখার ।
মিডিয়ারা মাটির নীচের পঁচ-গলা লাশ দেখায়,
আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মানুষের শরীর দেখায়,
এসিডে দগ্ধ নারীর ভয়ংকর মুখশ্রী দেখায় ।
কিন্তু, রগ হারানো কোন পঙ্গু মানুষকে দেখায় না তারা ।
ফি বছর অগুনিত মানুষের রগ কাটে জামায়াত-শিবিরের কর্মীরা ।
এই হিসাবে এতদিনে বাংলাদেশের প্রতিটি জেলায়
রগ হারানো পঙ্গু আদম সন্তানের দু’একজনকে রাস্তা-ঘাটে হরহামেশাই চোখে পড়ার কথা ।
কিন্তু আমার চোখে পড়ে না ।
অত্যাধুনিক মিডিয়ারা আমার কৌতুহলটি কখনোই মেটায় না ।
কখনোই না ।
বিষয়: রাজনীতি
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন