সত্য আর বিবেকের উপলব্ধী থেকে মানুষের চেতনা জেগে ওঠে।

লিখেছেন লিখেছেন ইচ্ছে দেয়াল ০৭ এপ্রিল, ২০১৩, ০১:৪০:৪৯ রাত

শাহবাগ সমগ্র দেশে নয়, তারা গুটি কয়েক লোকের (দালালী মনোভাবের) প্রতিনিধিত্ব করে। সরকার আর কোখাও ছায়া না পেয়ে তাল গাছের নিচে ছায়ার আশে গেছে, এখন সেই গাছের তাল (শাহাবাগ) মাথায় আর পিঠে পরলে তা অস্বাভাবিক কিছু না। আজকের সমাবেশে হরতাল না দিলে কি হত? যে পরিমান লোক ঢাকায় এসেছে তার দ্বিগুন লোক না হয় আসত তবু আরো একটি হরতালে আমাদের কষ্ট ভোগ করতে হত না। ধন্যবাদ হেফাজতে ইসলামকে যে এত বিপুল পরিমান জনতার সমাগমকে তারা সুন্দরভাবে ব্যবস্থপনা করে শান্তিপূর্ন লং মার্চ করেছেন। এত সমর্থক যদি বিএনপি বা জামাতের বেলায় হত, বোধকরি আজকে শাহাবাগে তারা মারপিট বা কোন বিশূঙ্খলা করে ফেলত। লং মার্চে এত বাধা বিপত্তি সত্তেও সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে, এর কারন যারা সেখানে গিয়েছে ঈমানী টানে নীজ দায়ীত্ব মনে করে গিয়েছে। বিরিয়ানী, টাকা আর মেয়ে মানুষের বেপরোয়া আচরন দেখতে এমন সফল কোন আন্দোল সম্ভব না। হেফাজতে ইসলামের আন্দোলনে তো রাজাকারের বিচার বিরোধী কোন ইসু্ দেখি না। সরকারের বিরেুদ্ধে বায়ু নিস্বরন করলেও তা রাজাকারের পক্ষে আর সরকারের বিপক্ষে চলে যায় । আর এটা শাহাবাগের তত্ত, কি আজব এসব চেতনাধারীদের চিন্তা ভাবনা। আর মিডিয়ার মিথ্যাচার দেখে অবাক হয়ে যাই। অন্ধের মত কাজ করে চলেছে, টিয়া পাখির মত শেখান কথার রেকর্ড বাজিয়ে চলেছে। টিভি চ্যানেলের মালিকরা না হয় রাজনীতি করে এবং স্বর্থন্বেসী, কিন্তু রিপোর্টাররা তো অনার্স/মাস্টার্স পাশ করা শিক্ষিত লোক। একটুও বিবেকের পরিচয় দেখি না তাদের রিপোর্টে। শাহাবাগের ২-৩০০০ লোকের সমাবেশে ৩০ টা চ্যানেলের ৬০ রিপোর্টার চেতনার বুলি আওড়াচ্ছেন। আরে ভাই চেতনা মানুষের মন থেকে আপনা আপনি জেগে ওঠে, ২৪ ঘন্টার ১৮ ঘন্টা বিজ্ঞাপন প্রচার করা চ্যানেলের দালালীত চেতনা জেগে ওঠে না। ডাইল আর ইয়াবা খাইলেই চেতনা হয় না।

বিষয়: রাজনীতি

১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File