সুখের পিছে দৌড়ানো ছেড়ে দিন , দেখবেন সুখ আপনার পিছু নিয়েছে (দরিদ্র =/= দূঃখী)
লিখেছেন লিখেছেন বীর মুজাহীদ ১৬ মার্চ, ২০১৩, ১২:৩২:১০ দুপুর
ভাব ধরেছে ভাব ধরেছে
আয় ছুটে আয় দেখবি তব
রঙ্গিন চশমা পরে চোখে
ধান ক্ষেতে দেখছে যব ।
দেখছো আছে ল্যাপটপ তাই
ঘরে জালাও আলো রঙ্গিন
আমার ঘরে চাঁদের আলো
তাঁরার মেলায় যোয়ায় নিন ।
পাখির ডাকে ঘুম ভাঙ্গে মোর
ঘুম ভাঙ্গে তোর এ্যালার্ম
মর্নিং ওয়াকে যাও বেরিয়ে
আমি ডাকি আল্লার নাম ।
গায়ে আমার ছেড়া গেঞ্জি পা খালি
তবু চিন্তার কোন নায় তো লেশ
তোমার গায়ে দামি সুয়েটার, ট্রাকসুট আর
পায়ে লাগাও জামকেডস্ !!
তোমার ছাদে ফুলের মেলা
চাঁপা, গাঁদা, রজনিগন্ধা, ব্লাককুয়িন আর গোলাপ ফুল
অদুর বনে হাসনা হেনা, বেলি, বকুল
আমার আঙ্গিনায় দঁড়পি আছে আরও আছে দুবড়ি ফুল ।
আয় ছুটে আয় দেখবি যদি
আমার ফুলের বাহার রে
ওরা তোদের ঢুকতে দেবেনা
আছে, বিলেতি কুত্তা পাহারে ।
ওরা খারে ফাইভ ইস্টারে
চাইলে তোরা করে রাগ
আয়রে খাবি বাসি পানতা
আরও আছে ছানচি শাক ।।
বিষয়: সাহিত্য
৪২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন