আর কতরে মারবি গুলি ?????
লিখেছেন লিখেছেন বীর মুজাহীদ ০২ মার্চ, ২০১৩, ০৬:১৯:৪০ সন্ধ্যা
নাস্তিক হতে চাইনা কেহ
তবুও নাস্তিক হয়,
একটু ভেবে বলুনতো ভাই
কোন বাংলার জ্বয় ??
না জিতে কেউ জ্বয়ী হলে
আমার তাতে কি ?
কেউবা থাকে অনাহারে
কারও পন্তা ভাতে ঘি !!
স্বপ্ন দেখা বেজায় ভালো
সত্তি ভেবে নহে ,
নির্জিতিত সকল মানুষ
আর কতদিন সহে ?
গড়বে এবার কঠিন দূর্গ
নাস্তিক্যবাদ শেষ ,
দেশ প্রেমিক শহিদ সকল
শাহজালাল আর তীতুমিরের দেশ ।
১৬ কোটি আমি সবার মাঝে বাসি
কেউ মোরে বাসে না ,
সু-সময়ে সবাই যাচে
অসমে কেউ পাশে না ।
আর কতরে মারবি গুলি ?
পুরবি কত শেলে ?
মানুষ হয়ে পায়ে মাড়াস
মানুষেরে ফেলে !!!
তোদের কাঠি নাড়ছে জানি
ভারত প্রেমি কলে ,
আল্লাহ সদা সহায় থাকে
মুমিনেদের দলে ।
হবেই একদিন হবে বিজয়
আশার বানি ফলে ,
মুমিন কভু ভয় করেনা
নির্জাতনের শেলে ।
ভয় পাবিরে তোরায় জানি
তোদের আঁধার পরোকাল
তোরা নাস্তিক তোরা মুর্তাদ
জুলুমবাজদের দল ।।
বিষয়: সাহিত্য
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন