আমি স্মারকলিপি দিব আপনি গ্রহন করে গ্রেপ্তার করবেন হি হি হি
লিখেছেন লিখেছেন কোরডোবা ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১৯:৪২ সকাল
আজ মনে পরেগেল বিচারপতি নাসিম ও জিয়াদ আল মালুমের স্ক্যাইপির কথা আমি দাঁড়িয়ে জাব আপনি আমাকে বসিয়ে দিবেন লোকে বলবে আমাদের মধ্যে কোন মিল নেই । গতকাল প্রজন্ম চত্বরের আহ্বায়ক এক সময়ের রংপুর মেডিকেলের ছাত্রলীগের সভাপতি ডাক্তার ইমরান সাংবাদিক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয় সরকার গ্রেপ্তারের কোন কারন খুজে না পেয়ে ইমরানকে বলে তুমি আমার কাছে স্মারকলিপি দিবা আর আমি গ্রহন করে তাকে শিগ্রই গ্রেপ্তার করব ইমরান এই পর্যন্ত যত কর্মসূচী দিয়েছে তার সবগুলোই সরকারের লিখিত বক্তব্য যা আমরা দেখতে পাই রায়ের বাজার বদ্দ ভুমিতে কর্মসূচী ঘোষণার সময়ে ছাত্রলীগের সভাপতি যে বুলি শিখাচ্ছে তাই সে পাঠ করছে আবার শাহবাগের কর্মসূচী করার সময়ে ছাত্রলীগের সেক্রেটারি যা শিখাচ্ছে তাই সে বলতেছে এরদ্বারা প্রমান হয়ে শাহবাগের আন্দোলন পুরটাই সরকারের নিয়ন্ত্রিত সরকারি কর্মসূচী । তাই দয়াকরে আর আমাদেরকে ভুল বুঝাবেন না। যে এটা সর্বসাধারণের সাধারন জনগনের আন্দোলন ।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন