বি এন পি ছুটি পেল .???????

লিখেছেন লিখেছেন কোরডোবা ২০ মে, ২০১৩, ০৬:৪১:৪৬ সকাল

অনেক দিন পর হলেও বি এন পি সকল রাজনৈতিক কর্মসূচী থেকে ছুটি পেল এখন আর বি এন পি কে কোন কারন খুজে বের করতে হবেনা যে রোজার পরে আন্দোলন হবে তারপর রোজা শেষে বলবে যে কোরবানির ঈদের পর আন্দোলন হবে সরকার বি এন পি কে সকল কারন খোজা থেকে আপাতত বিরতি দিয়েছে তাই কোন চিন্তা নাই আর এই রাজনৈতিক বিরতিতে হয়তোবা বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হবেন দলের অনেক নেতা সরকারের সাথে আতাত করে কেউ দল ত্যাগ করবে আবার কেউ বিদেশ চলে যাবে বি এন পি ভেঙ্গে জাবে বি এন পি দল হিসাবে থাকবে একটি ইতিহাস হয়ে কারন বর্তমানে বি এন পি এর ভিতর শুধু দালাল আর দালাল আজ কোথায়ে গেল সংলাপ সংলাপ জপা সেই নেতারা তারা আজ আওয়ামীলীগের সাথে সংলাপ করেনা সংলাপের কথা বলে বি এন পি কে আন্দোলন থেকে দূরে নিয়ে এসেছে আর বর্তমান এই অবস্থার মুখমুখি করছে বি এন পি নেত্রির উচিৎ স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত না নিয়া অঙ্গ সংগঠনের নেতাদের নিয়া ও ১৮ দলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া নচেৎ এই ছুটি থেকে তারা আর ফিরে আসতে পারবেনা ।

বিষয়: বিবিধ

২১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File