দোয়ার সাথে দাওয়া ও থাকতে হবে?????????????

লিখেছেন লিখেছেন কোরডোবা ১১ মে, ২০১৩, ০৭:২২:১৫ সকাল

আজ বাংলাদেশে ইসলামী আন্দোলনের এক ভাইয়ের সাথে কথা হল সে ৫ ই মে মতিজিল শাপলা চত্বরের গাজী তার মাথায় এখনো রাবার বুলেট লেগে আছে সে ঐদিন রাতের ঘটনার বর্ণনা দিল শুনলাম আর চোখের পানি মুছলাম তবে ভাইটিকে বুজতে দিলামনা সে বলল ভাই সকাল ১১,০০টা থেকে আমরা পুলিশ ও র‍্যাবের সাথে গভীর রাত পর্যন্ত লড়াই করে আসছিলাম এক পর্যায় পুলিশ ও র‍্যাবের গুলি ফুরিয়ে আসে তখন বি জি বি আসে পরিস্থিতি মোটামটি শান্ত হয় বি জি বি বলে সমস্যা নাই আপনারা শান্ত ভাবে প্রোগ্রাম করেন আমরা সস্থি পাই হাপ ছেরে বাচি সবাই মোটামটি ঘুমের প্রস্তুতি নেই অনেকে নেতাদের বক্তব্য শুনছে আবার অনেকে তাহাজ্জুদে দাঁড়ান অনেকে জিকির আজকারে আছে কেউ ঘুমাচ্ছে কারন সারা দেশ থেকে তারা পরিশ্রম করে আসছে এমনিতেই ছিল ক্লান্ত ঠিক এই মুহূর্তে রাত ৩,০০টা দুই দিক থেকে হটাত করে কেউ কোনকিছু বুজে উঠার আগেই শুরু হল গুলি টিয়ার শেল আমরা কি করব বুজতে পারতে ছিলামনা তারপরেও কিছু ভাই প্রতিরোধ করার চেষ্টা করলাম কিন্তু আমাদের কাছে কিছুই ছিলনা রাস্তার ইট পাথর ছাড়া এরই মধ্যে আমার মাথায় এসে রাবার বুলেট লাগল তারপর সরে গেলাম দেখলাম এরই মধ্যে হাজার হাজার লাশ পরে আছে ভাইটি বলল আর কাদল আর সেই দিনের ঘটনা বর্ণনা করল আর আমার কাছে দোআ চাইল আমি বললাম ভাই শুধু দোআ করলে হবেনা দোয়ার সাথে দাওয়া ও দরকার কারন আল্লাহর রাসুল (স) সকল যুদ্ধে সে সময়ের সকল অস্র নিয়া যুদ্ধে যেতেন তার সাথে উট,ঘোড়া ও তারবারি এবং ডাল থাকত তিনি শুধু জায়নমায ও তাসবিহ নিয়া জুদ্দে জায়নাই তাই মতিজিলের শাপলা চত্তর থেকে শিক্ষা নিয়া রাসুল (স) সুন্নাতকে অনুসরণ করে উট,ঘোড়া,তরবারির ন্যায় বর্তমান সময়ের অস্র হাতে নিয়া যুদ্ধে আসতে হবে আর না হয় বোকামি হবে বারবার তার খেসারত দিতে হবে তাই দোয়ার সাথে দাওয়া ও দরকার।

বিষয়: বিবিধ

১৬৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File