কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না

লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ০২ আগস্ট, ২০১৫, ০৪:৪৬:২১ রাত

আসসালামু আলাইকুম। নানাবিধ কারণেই অনেকদিন যাবৎ প্রিয় ব্লগ ও ব্লগের ভাই বোনদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। অনেকটা না জানিয়েই যেন দরজা বন্ধ করেছিলাম, তাই ক্ষমাপ্রার্থী।

তবে, এখনো যে দরজার পাট খুলেছি, তা কতোদিন খুলে রাখতে সক্ষম হবো এ ব্যাপারে দ্বিধা দ্বন্ধে ভূগছি। তবে প্রিয় ব্লগের বন্ধুদের সাথে আলাপ পরিচয় যাতে দীর্ঘ্যদিন যাবৎ এভাবে আর বন্ধ না থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকার চেষ্টা করবো, এতটুকু বলতে পারি।

অনেকদিন দেশের বাইরে ছিলাম, বর্তমানে দেশে অবস্থান করছি। কতোদিন থাকবো তা অবশ্য উপরওয়ালার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ, দেশ তো আর দেশ নেই। আইন, আদালত, প্রশাসন, ব্যবসা বানিজ্য, লেন দেন, সর্বত্রই চলছে এক অরাজকতা। প্রায় তিন দশক পূর্বে একটি বাংলা ছবি দেখেছিলাম "হীরক রাজার দেশে" নামে ছিল যার নামকরণ। তখন সেটা দেখে, এই দেশটার সাথে আমার দেশের মিল খূঁজার চেষ্টা করেছিলাম। মনে হয়েছিল এই মিল খুঁজায় আমি ৪০/৫০ ভাগ সমর্থ হয়েছিলাম। কিন্তু বর্তমানে যখন সেই একই ভাবে মিলাতে যাই, মনে হয় যেন "হীরক রাজার দেশে"-র চাইতে আরো ১০০ ভাগ অধিক করুণ অবস্থার মধ্যে দেশবাসী দিন গুজরান করছে।

দেশের মানুষ যেন সবসময় এক নিদারুণ শংকার মাঝেই দিন কাটাতে বাধ্য হচ্ছে। কখন কার বুকের ধন লাশ হয়ে ঘরে ফিরবে, কিংবা আদৌ লাশটিরও হদিস পাওয়া যাবে কিনা, কখন কেউ ফোন করে বলবে, আপনার সন্তান অমুক খানে, তাকে পেতে হলে ১০ লাখ টাকা নগদ নিয়ে আসুন, কখন হাসপাতালের ইমার্জেন্সী হতে ফোন আসবে "আপনার আপনজন সড়ক দূর্ঘটনার শিকার হয়ে এখন লাশঘরে আছে, ....." এসব শংকা যেন এখন মানুষকে রাত্রদিন কুরে কুরে খাচ্ছে।

এইতো সেদিন, দিনে দুপুরে, মানে সকাল ১০টার দিকে (ছুটির দিনে) ঘরে ঢুকে চোর বেটা আমার প্রায় লাখ খানেক টাকার জিনিষপত্র নিয়ে চম্পট। আমি এক কাজে সামান্যক্ষণ বাইরে বেরিয়েছিলাম, দরজাটা ভেজিয়ে, এই ফাঁকেই আমার কর্ম সারা। গিন্নী আর কন্যা তখনো ঘুমে অচেতন। ঘরে ফিরে দেখি চোর যা করার তা করে ফেলেছে। পুলিশে খবর দিবো? কোন লাভ নেই, এমনই বললেন প্রতিবেশী আর আপনজনরা। বরং তা উদ্ধারের চাইতে বরং এমন অবস্থা হবে শেষ পর্যন্ত যে, নিজেকেই পুলিশের হয়রানী থেকে বাঁচার জন্য "ছেড়ে দে মা, কেঁদে বাঁচির" প্রবাদের দারস্থ হতে হবে।

আজ এখানেই সমাপ্তি টানতে হচ্ছে, একটু পরেই ফজরের জামাআত। সবার নিকট দোয়া চেয়ে এবং পুনঃ ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি।

বিষয়: বিবিধ

১৭২৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333096
০২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৬
নাবিক লিখেছেন : আমাগর দ্যাশতো শেষ! ব্লগে ফিরে আসায় স্বাগতম।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৬
275409
ইবনে হাসেম লিখেছেন : আল্লাহ তুমি আমাদের দেশটাকে দেখে রেখো..
333098
০২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৭
রক্তলাল লিখেছেন : আপনি কি স্বাধীনতা বিরোধী? আপনার মধ্যে কি মুক্তিযুদ্ধের চেতনা কিলবিল করছে?

আপনি কি দেশপ্রেমিক? মানে নিয়মিত মদ্যপান, টেন্ডারবাজি, ধর্ষণ এগুলো কি আপনার সাফল্যের মেট্রিকস?

আপনি কি ভারতমাতার জন্য জাতি, ধর্ম, সংস্কৃতি সব বিসর্জন দিতে রাজি?

আপনি কি নিজ দেশে মৌলবাদ খুজেন কিন্তু মোদির সান্নিধ্যে স্বর্গসুখ পান?

স্বাধীনতা স্বাধিনতা বলে মুখে ফেনা তুলেন কিন্তু সমাজের সর্বত্র ঘুষ দুর্নীতির আপনিও একজন গর্বিত অংশীদার?

গণতন্ত্র ধর্ম এসবের দায়িত্ব সানন্দে জামানত হারানো ইনুর হাতে তুলে দিয়েছেন?

উপরের কিছুই যদি আপনি না হোন, তাহলে বাংলাদেশ আপনার নয়।
বাংলাদেশ মুজিব ধর্মের অনুসারী মুক্তিযুদ্ধের চেতনাধারীদের। একসময় ছিল বৃটিশের, পরে পাকিস্থানের - এখন শুধুই মুজিবের!
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৭
275292
নজরুল ইসলাম টিপু লিখেছেন : উপরের কিছুই যদি আপনি না হোন, তাহলে বাংলাদেশ আপনার নয়। বাংলাদেশ মুজিব ধর্মের অনুসারী মুক্তিযুদ্ধের চেতনাধারীদের। একসময় ছিল বৃটিশের, পরে পাকিস্থানের - এখন শুধুই মুজিবের!

সুন্দর কমেন্টস্‌, অনেক ধন্যবাদ।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৮
275410
ইবনে হাসেম লিখেছেন : আমি আপনার সাথে ১০০ ভাগ সহমত। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৯
275420
রক্তলাল লিখেছেন : টিপু ভাই, আপনাকেও ধন্যবাদ।
333099
০২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৭
রক্তলাল লিখেছেন : প্রথম লাইনটা অনিচ্ছাকৃত ভূল।
333104
০২ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫১
হতভাগা লিখেছেন : দেশে থাকুন । দেশে থেকে সমস্যা গুলো মোকাবেলা করুন ।

আমরা তো করছি , আপনিও পারবেন।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৯
275411
ইবনে হাসেম লিখেছেন : যতোদিন ইসলামী শক্তিগুলো এক পতাকাতলে সমবেত না হচ্ছে ততোদিন আমাদের দূর্ভোগ পোহাতেই হবে
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৬
275508
হতভাগা লিখেছেন :
তুম হারি ক্লাস কাল সুবহা সাড়ে সাত বাজে শুরু হোগি - Thank you very much
333106
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:০৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : স্বগতম এবং চুরির ঘটনায় দুঃখ পেলাম। সবর করুন, উক্ত মালসামান ইয়াউমুল হাশরে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৪০
275412
ইবনে হাসেম লিখেছেন : ইনশাআল্লাহ্। আপনার এত্বেকাফ এর অভিজ্ঞতা পড়ছিলাম। বেশ সুন্দর এবং শিক্ষনীয়। জাজাকাল্লাহু খাইরান।
333117
০২ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার ঘর চুরির ঘটনা গতকাল জানতে পারি, ভাবছিলাম দুঃখ ভরা অনুভূতি জানাবো। এভাবে প্রকাশ্যে জানাব গতকালও ভাবিনি। আপনিই যেহেতু সুযোগ করে দিলেন, তাহলে আমিও সুযোগ নিলাম। পুলিশকে না জানিয়ে ভাল করেছেন। লোকমান ভাই বললেন, সবর করুন, উক্ত মালসামান ইয়াউমুল হাশরে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

চোরেরা ফজরের নামাজে যারা যায় তাদেরকে আগে টার্গেট করে। গৃহস্বামী নামাজে গেলে হয়ত ঘরের দরজা কদাচিত খোলা থাকতেই পারে, তখন মেইন গেট ও খোলা থাকে। আর সে সময় দারোয়ান গভীর রাতের ঘুমে অচেতন থাকেন। চোরদের জন্য এটাই উত্তম সময়। যাক আপনি বিলক্ষণ সেটা বুঝে গেছেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত এই কারণেই সহযোগীতা দিয়েছিল যে, কোন একদিন বাংলাদেশে লেন্দুপ দর্জীর মত কাউকে পেয়ে যেতে পারে। আজ তারা পেয়েও গেছে। ভারত ও ভারত প্রেমীদের কাছে দাড়ি-টুপি ওয়ালা মসজিদ মুখী মানুষগুলোই তাদের প্রকৃত শত্রু। মানুষের মান ভেদে হয়ত, ধরপাকড়ের ধরনে হেরপের আছে কিন্তু সবাই তাদের খাতায় লাল কালি মারা। এ সমস্ত মানুষের জন্য বর্তমানের বাংলাদেশ একটি চলমান জাহান্নাম।

অন্যরা রাস্তার কোমড় পানিতে দাড়িয়ে মুহিত মার্কা হাসি দিয়ে বলছে, দেশ এখন উন্নয়নের জোয়ারেই ভেসে যাচ্ছে। কেননা তাদের পকেট এতটাই ভারী হয়েছে যে, পকেটেও অর্থ কড়ির জোয়ার শুরু হয়েছে। অনেক ধন্যবাদ
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৪২
275413
ইবনে হাসেম লিখেছেন : দেশের মানুষ যেন কোন এক ঘোরের মাঝে ডুবে আছে। এখন প্রয়োজন তাদেরকে জাগানোর জন্য একজন সত্যিকারের বীর মুজাহিদ.....
333166
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৫
আবু জান্নাত লিখেছেন : ফিরে আসায় অনেক শুকরিয়া।
আশাকরি নিয়মিত হবেন।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৩
275414
ইবনে হাসেম লিখেছেন : আপনার আশায় যাতে উৎরে যেতে পারি সেজন্য দোয়াপ্রার্থী। আপনাকেও শুকরিয়া।
333194
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
আবু জারীর লিখেছেন : গত কালও আপনার কথা মনে করে ভেবে ছিলাম মুহতারাম গেল কোথায়। এমন ভাবে ডুব দিয়ে থাকার লোকত তিনি নন। আলহামদুলিল্লাহ্‌ আজই পেয়ে গেলাম।
গৃহস্থকে সব সময় সজাগ থাকতে হবে। চোরদের আল্লাহ ঈমান দিন।
ধন্যবাদ।
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৫
275415
ইবনে হাসেম লিখেছেন : ভাই, আপনিতো আমার স্কাইপি লিস্টেও ছিলেন। এখন দেখছি না কেন? আপনাকে ফেবুতেও নিয়মিত ফলো করছি। আল্লাহ আপনাকে আরো বেশী বেশী লিখার তৌফিক আতা করুন, আমীন।
333208
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের এই অবস্তা!!
আল্লাহতায়লা আপনার উপর রহম করুন।
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৬
275417
ইবনে হাসেম লিখেছেন : জ্বি ভাই, দেশটা আর দেশ নেই, শকুনের ভাগাড়ে পরিণত হয়েছে যেন।
আল্লাহ আমাদের সবার উপর রহম করুন, আমিন।
১০
333283
০৩ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
আফরা লিখেছেন : অনেক অনেক শুকরিয়া ফিরে আসায় ভাইয়া ।চুরির জন্য আফসোস করিয়েন না ভাইয়া মাল নিয়েছে জান তো আছে মাল আবার কিনতে পারবেন ।ইনশা আল্লাহ ।
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩০
275418
ইবনে হাসেম লিখেছেন : সহজ নয়রে বোন, সহজ নয়। অর্থ-সম্পদ মানুষ চিনে। হ্যাঁ, অনেকেই এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন, যেটি তুমি বলেছ। সত্য কথা বলতে কি, আমি নিজেও এমনি কারো বিপদে ঠিক ঐ কথাটি বলেই সান্ত্বনা দিতে চেষ্টা করি। তোমার সমবেদনার জন্য আন্তরিক ধন্যবাদ। বাসার সবাইকে সালাম।
১১
333300
০৩ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৬
কাহাফ লিখেছেন : ওয়ালিকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ....
সমস্যার পাহাড় ডিংগিয়ে আবার এসেছেন ফিরে-
সবার প্রিয় এই ব্লগ নীড়ে!
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!!
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩১
275419
ইবনে হাসেম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ প্রিয় কাহাফ ভাই। দোয়া করবেন যেন অনিয়মিত হয়ে না পড়ি।
১২
333526
০৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : ফিরে আসার জন্য ধন্যবাদ। আশা করছি এখন থেকে নিয়মিত থাকবেন। ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
275632
ইবনে হাসেম লিখেছেন : সালাম আপা। ধন্যবাদ আপনার শুভেচ্ছা জ্ঞাপনের জন্য।
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৬
275635
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালামPraying
১৩
334609
০৯ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : মুহতারাম সব সময় সাথে থাকবেন আশা রাখি।
০৯ আগস্ট ২০১৫ রাত ০৪:০৮
276650
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন আগের কথা, প্যারিস থেকে আমি নামক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল... মাঝখানে হঠাৎ উনাকে হারিয়ে ফেলি, যেমন আমিও নাই হয়ে গিয়েছিলাম। যাক, গিন্নির নিকট সংবাদ পেলাম উনি নাকি এখন বাবা হয়েছেন, মোবারকবাদ। আশা রাখি আপনাদের না বলে আর হারিয়ে যাবোনা। আল্লাহু আলম..
০৯ আগস্ট ২০১৫ রাত ০৪:২৬
276652
প্যারিস থেকে আমি লিখেছেন : মাঝখানে সময়ের গ্যাড়াকলে আটকা পড়েছিলাম। হা বাবা হয়েছি এবং আল্লাহ আমাকে একটি চমৎকার সন্তান দান করেছেন। ছেলের নাম রেখেছি আলম ফাহমি। দোয়া চাই ফাহমির জন্য। মুহতারামাকেও সালাম ও দোয়ার দরখাস্ত পৌছাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File